হাড্ডাহাড্ডি লড়াইয়ে অন্তিম সময়ের গোলে ঘরের টিম জাপানকে কিস্তিমাত করল স্পেন

জাপান - ০
স্পেন - ১ (মার্কো অ্যাসেনসিও)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঘরের মাটিতে সেমি ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল জাপান, যেখানে তাদের মুখোমুখি হয়েছিল স্পেন। তবে সদ্য ইউরো খেলা বেশ কিছু ফুটবলারে সমৃদ্ধ এই স্পেন দলটির বিরুদ্ধে কার্যত লড়ে গেল জাপান। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবলের সেমিফাইনালে ম্যাচ জুড়ে দাপট ছিল স্পেনের। কিন্তু জাপান কাউন্টার অ্যাটাকে নিজেদের গতিকে ব্যবহার করে আক্রমণে উঠছিল। এদিকে স্পেন বেশ কিছু সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে, সেখানে জাপান তেমন সুযোগ পায়নি। কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত ৯০ মিনিট অবধি খেলা গোলশূন্যই থাকে। যার জেরে খেলা এক্সট্রা টাইমে গড়ায়।
আর অতিরিক্ত সময়েই বাজিমাত করে ফেলে স্পেন। মিকেল ওয়ারজাবালের অ্যাসিস্টে ১১৫ মিনিটে গোল করেন মার্কো অ্যাসেনসিও। আর এই গোলের পরে জাপানের যাবতীয় আশা চূর্নবিচূর্ণ হয়ে যায়। তবে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠল স্পেন।
আর এর ফলে টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবলের ফাইনালে একটি হেভিওয়েট লড়াই হতে চলেছে। মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই সুপার হেভিওয়েট দেশ ব্রাজিল ও স্পেন। নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা ম্যাচ হওয়ার দাবি রাখে এটি।