ইতালির অশ্বমেধের ঘোড়াকে রুখে দিয়ে নেশনস লিগ ফাইনালে উঠল তারুণ্যে মোড়া স্পেন

ইতালি - ১ (লোরেঞ্জো পেলেগ্রিনি)
স্পেন - ২ (ফেরান টোরেস - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিল তারুণ্যে ভরপুর স্প্যানিশ আর্মাডা। গত ইউরোর বদলা নিয়ে এবার উয়েফা নেশনস লিগ সেমি ফাইনালে আজ্জুরিদের হারাল স্পেন। আর এরই সাথে, ইতালির দুর্ধর্ষ ৩৭ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডও ভেঙে দিল লুই এনরিকের ছেলেরা।
১৭ মিনিটেই এগিয়ে যায় স্পেন। বাঁদিক থেকে মিকেল ওয়ারজাবালের ক্রস পেয়ে ফেরান টোরেস কোণ বরাবর গোলমুখী শট মারেন, যা বাঁচাতে পারেননি জিয়ানলুইগি ডোনারুম্মা। তবে ৪২ মিনিটে বড় ধাক্কা পায় ইতালি, দুটি হলুদ কার্ড দেখে বিদায় নেন অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। এর আগেও হলুদ কার্ড দেখেছিলেন বোনুচ্চি, আর ৪২ মিনিটে সের্জিও বুসকেটসকে কনুই দিয়ে মারার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয় জুভেন্টাসের এই ফুটবলারকে।
আর তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও ওয়ারজাবালের ক্রসে গোল করেন টোরেস। তবে ১০ জনে খেললেও ইতালি বেশ লড়াই দেখিয়েছে। ধীরে ধীরে স্প্যানিশ ডিফেন্সে চাপ বাড়িয়ে গিয়েছে ইতালি। ফেডেরিকো বের্নাডেস্কি ও লোরেঞ্জো ইনসিগনে দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন। শেষে ফেডেরিকো চিয়েসার বল পেয়ে গোল করেন লোরেঞ্জো পেলেগ্রিনি।
তবে এই ম্যাচে নজর কাড়েন ১৭ বছরের তরুণ ফুটবলার গাভি। বার্সিলোনার এই তরুণ এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেন, বেশ কিছু গোলমুখী আক্রমণ বাঁচান তিনি। মাত্র ১৭ বছর ও ৬২ দিন বয়সে অভিষেক করে তিনি স্প্যানিশ জাতীয় দলের হয়ে খেলা সব থেকে তরুণ ফুটবলার হলেন। এবার ফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচের জয়ীর সাথে।