স্প্যানিশ আর্মাডায় ধ্বংস কোস্টারিকার নৌকো

স্পেন - ৭ (ড্যানি ওলমো, মার্কো অ্যাসেনসিও, ফেরান টোরেস - ২ - পেনাল্টি, গাভি, কার্লোস সোলার, আলভারো মোরাটা)
কোস্টারিকা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় দলের দাপট কাকে বলে, দেখিয়ে দিল স্পেন। বুধবার আল থুম্মাম স্টেডিয়ামে কোস্টারিকাকে উড়িয়ে দিল লুই এনরিকের ছেলেরা। শুধু উড়িয়ে দিল বলা ভুল, সাত গোলের মালা পড়িয়ে ছেড়ে দিল কেইলর নাভাসদের।
পাসের ফুলঝুরি ও বল পজেশন রেখে স্পেন পুরো ম্যাচ দাপটে খেলেছে। স্পেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার মত ক্ষমতাই ছিল না এই কোস্টারিকা দলের। ১১ মিনিটে গাভির চিপ বল ধরে দুর্দান্ত ভাবে ঘুরে স্পেনকে এগিয়ে দেন ড্যানি ওলমো।
এরপর ২১ মিনিটে জর্ডি আলবার ক্রসে গোল করেন মার্কো অ্যাসেনসিও। ২৯ মিনিটে ডুয়ার্টে বক্সের মধ্যে ফাউল করেন আলবাকে, পেনাল্টি থেকে স্পেনের তৃতীয় গোলটি করেন ফেরান টোরেস।
এরপর দ্বিতীয়ার্ধেও স্পেন নিজের দাপট অব্যাহত রাখে। ৫৪ মিনিটে কোস্টারিকার দূর্বল রক্ষণের সুযোগ নিয়ে অসহায় এক নাভাসের পাশ দিয়ে গোল করেন টোরেস। ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ভলিতে গোল করেন গাভি।
পাঁচ গোল করার পর স্পেন কিছুটা ঝিমিয়ে পড়ে। তবে কোস্টারিকার হাল ছেড়ে দেওয়া ফুটবলের সুযোগ নিয়ে আরও দুটি গোল করে স্পেন। ৯০ মিনিটে নেকো উইলিয়ামসের ক্রস সেভ করেন কেইলর নাভাস, কিন্তু রিবাউন্ড থেকে গোল করেন কার্লোস সোলের। আর ইঞ্জুরি টাইমে ড্যানি ওলমোর থ্রু পাস ধরে গোল করেন আলভারো মোরাটা।
এই দুর্ধর্ষ পারফর্মেন্স নিঃসন্দেহে স্পেনকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে। যেখানে তাদের গ্রুপে রয়েছে শক্তিধর জার্মানি ও চমক ঘটানো জাপান দল।