ভারতের এই ক্লাবের সাথে বিশেষ পার্টনারশিপে জুড়ল প্রিমিয়ার লিগ ক্লাব সাউদাম্পটন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটন এফসি এই প্রথম বার ভারতবর্ষে নিজেদের পা বাড়াল। থানে সিটি এফসির সাথে আন্তর্জাতিক অ্যাকাডেমি পার্টনার হিসেবে জুড়ল সাউদাম্পটন। এই নিয়ে মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করে সাউদাম্পটন।
এই চুক্তির মাধ্যমে আগামী তিন বছরে থানে সিটি এফসির ডেভেলপমেন্টাল লক্ষ্য পূরণে সহায়তা করবে সাউদাম্পটন। এই জোটের মাধ্যমে থানে সিটি এফসির কর্মী, খেলোয়াড় ও তাদের পরিবাররা সাউদাম্পটন এফসির কোচ ও খেলোয়াড় ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অংশ হবে। প্রতি বছর সাউদাম্পটনের অ্যাকাডেমি কর্মীরা থানেতে এসে কোচ ও খেলোয়াড়দের সাথে কাজ করবেন।
এই নিয়ে থানে সিটি এফসির কর্নধার প্রশান্ত সিং বলেছেন, "থানে সিটি এফসিতে আমাদের লক্ষ্য হল ইউথ ডেভেলপমেন্ট, আর আমাদের কাছে, সাউদাম্পটনের অ্যাকাডেমির থেকে ভালো কোনও অপশন ছিল না আমাদের কাছে। সাউদাম্পটনের মডেল আমাদের সাহায্য করবে ভারতবর্ষের অন্যতম সেরা অ্যাকাডেমি সেট আপ তৈরিতে। আমরা প্রতিটি খেলোয়াড়, কোচ ও পরিবারকে এই সাউদাম্পটন এফসির অভ্যন্তরে আনতে চাই। এই ধরণের পার্টনারশিপ খেলোয়াড় ডেভেলপমেন্ট প্রক্রিয়া ও কোচেদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় যথেষ্ট সহায়তা করবে।"