ফিফা বিশ্বকাপ ২০২২: ঘোষিত হল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরুর এক সপ্তাহ আগে অবশেষে চিন্তামুক্ত হল দক্ষিণ কোরিয়ার দেশবাসীরা। এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ দক্ষিণ কোরিয়া তাদের প্রধান অস্ত্র সন হিউং-মিন এর অপেক্ষায় নিজেদের দল ঘোষণা করতে দেরি করে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার তরফে ২৬ জনের বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এবং সেখানে নাম রয়েছে সনের।
গ্রুপ 'এইচ' এ রয়েছে দক্ষিণ কোরিয়া, সেখানে তাঁরা উরুগুয়ে, পর্তুগাল এবং ঘানার বিরুদ্ধে খেলবে। দেখে নিন কোন কোন ফুটবলার এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে বিশ্বকাপে খেলতে চলেছে।
গোলকিপার- কিম সিয়ং-গিউ, জো হিয়োন-উ, সং বাম-কিউন
ডিফেন্ডার- কিম মিন-জেই, কিম ইয়ং-গ্বোন, ক্বোন কিয়ুং-ওন, চো ইউ-মিন, কিম মুন-হোয়ান, ইয়ুন জং-গিউ, কিম টাই-হোয়ান, কিম জিন-সু, হং চুল
মিডফিল্ডার- জাং উ-ইয়ং, সন জান-হ, পাইক সিউং-হো, হোয়াং ইন-বিওম, লি জেই-সাং, ক্বোন ছাং-জুন, জিওং উ-ইয়োং, লি কাং-ইন, সন হিয়ুং-মিন, হোয়াং হি-চান, না সাং-হো, সং মিন-কিউ
ফরোয়ার্ড- হোয়াং উই-জো, চো গুই-সাং