ইডেনের পিচ নিয়ে ভারত-নিউজিল্যান্ডকে এই বিশেষ সতর্কবাণী দিলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকেই শিশির বিষয়টি নিয়ে বেশ কথা হচ্ছে, এবং বলা হচ্ছে টস জিতলেই ম্যাচে জয় একপ্রকার নিশ্চিত। চলতি ভারত-নিউজিল্যান্ড টি২০ আন্তর্জাতিক সিরিজেও একই আলোচনা চলছে। এই পরিস্থিতিতে রবিবার ইডেন গার্ডেন্সে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে নামছে ভারত ও নিউজিল্যান্ড।
তবে জয়পুর ও রাঁচির থেকে কেমন আলাদা হবে ইডেনের পিচ? এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই ইডেনের পিচকে তিনি হাতের তালুর মতই চেনেন।
শুক্রবার সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন, "অবশ্যই, এটি একটি ভালো উইকেট, যেমনটা ইডেনে হয়ে থাকে। শিশিরের কথা বলতে গেলে, অবশ্যই এটি একটি ফ্যাক্টর হবে। এখন দেখা যাক কি হয়।"
শুক্রবার সন্ধ্যের দিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া ও পিচ কিউরেটর সুজন মুখার্জির সাথে পিচ পরিদর্শন করেন। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে শিশিরের প্রভাব সাধারণত শুরু হয়, আর এর জন্য অ্যান্টি ডিউ স্প্রে ব্যবহার করা হচ্ছে।
এদিকে ইডেনের দর্শকসীমার ৭০ শতাংশ টিকিট প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। এবং সৌরভ আশাবাদী, এই ৭০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার সিট পুরো ভরে উঠবে রবিবার। এই নিয়ে সৌরভ বলেছেন, "ইডেনে প্রতিটি ক্ষেত্রেই টিকিট শেষ হয়ে যায়। আমরা একই জিনিস আশা করছি এবারেও।"