LM7 : লিওনেল মেসির সপ্তম ব্যালন ডি অর জয়ে মাতল ফুটবল বিশ্ব - কে কি বলছেন, দেখুন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এমনটা যেন হওয়ারই ছিল। মঙ্গলবার প্যারিসে আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জেতেন। আর এর জেরে বেশ উচ্ছ্বসিত ফুটবল জগত।
প্রাক্তন-বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে ফুটবলপ্রেমী, এমনকি একাধিক সাংবাদিক, ওয়েবসাইট ও পেজ থেকে শুভেচ্ছাবার্তা এসেছে মেসির উদ্দেশ্যে। কোপা আমেরিকায় অধিনায়কত্ব করে আর্জেন্টিনাকে খেতাব জিতিয়েছেন মেসি, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
লিওনেল মেসির সপ্তম ব্যালন ডি অর জেতার পর কি বলছে ফুটবল বিশ্ব, দেখে নেওয়া যাক -