রুপম ইসলামের গাওয়া এটিকে মোহনবাগানের নতুন থিম সংয়ে ক্ষোভ প্রকাশ সমর্থকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা গান যারা ভালোবাসেন, তারা রুপম ইসলামের গান ভালোবাসবেন না, এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। আর সেই রুপম ইসলাম যদি গেয়ে থাকেন আপনারই মাতৃসম ক্লাবের থিম সং, তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু সেটির জন্যও এবার সমালোচিত হতে হচ্ছে বাংলা রক সঙ্গীতের এই আইডলকে।
সদ্য এটিকে মোহনবাগানের নতুন থিম সং গেয়েছেন রুপম ইসলাম, যা ইতিমধ্যেই হোম ম্যাচগুলিতে বাজানো হচ্ছে। তবে সেই গানে শুধু মোহনবাগান নয়, বরং ক্লাবের পুরো নাম 'এটিকে মোহনবাগান' বলে গাইছেন রুপম। আর এই নিয়ে ক্ষোভ মোহনবাগান সমর্থকদের।
গত দুই বছরের বেশি সময় ধরে এই এটিকে শব্দবন্ধনী সরানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করছেন মোহনবাগান সমর্থকরা। বারবার প্রতিশ্রুতি এলেও এটিকে শব্দবন্ধনী সরানো আর হয়নি। এবার এই থিম সংয়ে এটিকে মোহনবাগানের উল্লেখ থাকায় যা বোঝা যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এই তিনটি অক্ষর হয়ত উঠবে না।
রুপম ইসলাম, যিনি নিজে একজন মোহনবাগান সমর্থক, এর আগে একাধিক মোহনবাগান ফ্যান ফোরামের হয়ে গলা মিলিয়েছেন পালতোলা নৌকোর জন্য। কিন্তু সেই রুপমই আজ যখন এই এটিকে মোহনবাগানের জন্য গান গাইছেন, তখন অবাক হয়ে গিয়েছেন সমর্থকরা।
এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রুপম ইসলামের প্রতি হতাশা প্রকাশ করেছেন মোহনবাগান সমর্থকরা। চলুন দেখে নিই কে কি বলছেন -
এর আগে ওয়াশিং মেশিন কান্ড, তিন তারা, চ্যাম্পিয়ন তকমা, মাঠে টিফো-পতাকা না ঢুকতে দেওয়া, উৎসব পারেখের ভুল বক্তব্য - সব মিলিয়ে সংযুক্তিকরণের পর এই সমস্ত ঘটনা সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এবার রুপম ইসলামের এই গান সেই ক্ষোভে আরও ঘি ঢালল বলাই যায়।