মোহনবাগান রত্নে ভূষিত হবেন শ্যাম থাপা, বর্ষসেরা ফুটবলার লিস্টন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের আয়োজনের জন্য বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বৈঠকে বসে কার্যনির্বাহী কমিটি। আর সেই বৈঠকে বর্ষসেরা পুরষ্কার প্রাপকদের নাম এবং মোহনবাগান রত্ন ও লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারের কথা ঘোষণা করা হয়।
এবছর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হবেন প্রখ্যাত ফুটবলার শ্যাম থাপা। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পাবেন প্রাক্তন গোলকিপার বলাই দে।
এদিকে বর্ষসেরা ফুটবলার অর্থাৎ শিবদাস ভাদুড়ি পুরষ্কার পাচ্ছেন লিস্টন কোলাসো। সেরা ফরোয়ার্ড অর্থাৎ সুভাষ ভৌমিক পুরষ্কার পাচ্ছেন লিস্টন কোলাসো। এদিকে সেরা ক্রিকেট খেলোয়াড় অর্থাৎ অরুণ লাল পুরষ্কার পাচ্ছেন প্রিনান দত্ত। সেরা অ্যাথলিট অর্থাৎ প্রণব ব্যানার্জি পুরষ্কার পাচ্ছেন বাপি শেখ। আর সেরা ক্রীড়া কর্মকর্তা অর্থাৎ অঞ্জন মিত্র পুরষ্কার পাচ্ছেন গোকুলাম কেরালা এফসির সভাপতি ভিসি প্রবীণ।
এই বছর থেকে, নতুন একটি পুরষ্কারের সংযুক্তিকরণ করা হয়েছে, যা ক্রীড়া সাংবাদিকদের সম্মানিত করবে। এই বছর সেরা ক্রীড়া সাংবাদিকের পুরষ্কার পাবেন অশোক দাশগুপ্ত।
এদিকে এবারের মোহনবাগান দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গায়িকা পৌষালী ব্যানার্জি ও বিখ্যাত বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।