পরিবর্তিত ফাইনাল এগ্রিমেন্ট পাঠাচ্ছে না শ্রী সিমেন্ট

সাইফ, একস্ট্রা টাইম এক্সক্লুসিভ : আজও কার্যকরী কমিটির মিটিং ডেকেছিল ইস্টবেঙ্গল ক্লাব। ফাইনাল এগ্রিমেন্ট কাগজ এলেই মিটিং করে সিদ্ধান্ত নিতে পারবে ইস্টবেঙ্গল। অথচ আজও এলনা কাগজ! শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের ফাইনাল এগ্রিমেন্টের মধ্যেকার কাজিয়া চলছেই। গুঞ্জন যদিও উঠছে, সমস্যা প্রায় মেটার পথে। কিন্তু লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের তরফ থেকে যে কড়া অবস্থানে রয়েছে।
ক্লাবের সূত্র মারফত জানা গিয়েছিল, অপরিবর্তিত ফাইনাল এগ্রিমেন্টই পাঠিয়েছে শ্রী সিমেন্ট। কিছু শর্ত শিথিল করে নতুন করে এগ্রিমেন্ট পাঠানোর খবর পাওয়া গিয়েছিল। লগ্নিকারী সংস্থা কিছু ক্ষেত্রে সহমত হয়েছে জানা গিয়েছিল। তবে এই নিয়ে আশাভঙ্গের বার্তা শোনালেন শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুর।
এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে ফোন করা হয় বাঙুরকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যে এগ্রিমেন্ট পেপার পাঁচ দিন আগে পাঠানো হয়েছিল, সেটিই আসল কাগজ। পরিবর্তিত কোনও পেপার পাঠানো হবে না ইস্টবেঙ্গল ক্লাবকে। ফলে জটিলতা রয়েই গেছে।