ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়া অন্তিম ফাইনাল এগ্রিমেন্টে ঠিক কি চাইছে শ্রী সিমেন্ট?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সন্ধ্যে ছয়টা নাগাদ ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চুড়ান্ত ফাইনাল এগ্রিমেন্ট পাঠিয়েছিল, যা সম্ভবত বলাই যায়, শ্রী সিমেন্টের অন্তিম চাল। এবং সেখানে এমন কিছু শর্ত রয়েছে, যা ইস্টবেঙ্গল কর্তাদের যথেষ্ট সমস্যায় ফেলেছে।
প্রথমত, শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন দ্বারা নির্মিত বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নেবে যে কোন সময়ে সদস্যরা ক্লাবে ঢুকতে পারবে এবং কি নথিপত্র নিয়ে ঢুকবে।
দ্বিতীয়ত, ক্লাব তাঁবুর যাবতীয় অধিকার থাকবে বোর্ড অফ ডিরেক্টরসের উপর। যার মধ্যে অফিস, জিম, মাঠ সহ সমস্তটাই থাকবে। এবং সেখানে কোনও পরিবর্তন হলেও তার সিদ্ধান্ত নেবে বোর্ড অফ ডিরেক্টরস।
এবং শেষে, ক্লাব এন্টিটি এবং ক্লাবের নাম, রঙ ও লোগো পরিবর্তনের ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড অফ ডিরেক্টরস।
কিন্তু বিষয় হল, সদস্যরা তো ইস্টবেঙ্গল ক্লাবের, এসসি ইস্টবেঙ্গলের নয়। ফলে সদস্যদের ক্ষেত্রে বাধ্যবাধকতা কেন করবে লগ্নিকারী সংস্থা, এই নিয়ে প্রশ্ন তুলেছে কর্তারা। এছাড়া নাম, লোগো ও রঙ পরিবর্তনের সম্ভাবনাও আসছে, যা নিয়ে সমস্যা রয়েছে। আর সব শেষে, ক্লাব তাঁবু ও মাঠ সেনাবাহিনীর অধীনে, সেখানে কর্তাদের কাছে হস্তান্তরের ক্ষমতা রয়েছে, এমন সমস্যা রয়েছে।