খেলোয়াড়দের রাখা নিয়ে নয়, ইস্টবেঙ্গল ক্লাব দখলেই নজর লগ্নিকারী শ্রী সিমেন্টের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে ইনভেস্টর ও ক্লাবের কাজিয়া অব্যাহত রয়েছে। ফাইনাল টার্মশিটের কয়েকটি শর্ত মানতে নারাজ ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা, এদিকে বারংবার চুক্তি সইয়ের জন্য জোর দিয়ে চলেছেন লগ্নিকারী শ্রী সিমেন্টের কর্তারা। জানা গিয়েছে, আগামী ৩০ মে অবধি ফাইনাল এগ্রিমেন্ট সইয়ের ডেডলাইন জারি করেছে শ্রী সিমেন্ট।
আর এই পরিস্থিতি অথৈজলে রয়েছে লাল-হলুদের ফুটবলাররা। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলার অন্য ক্লাবে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন, দলের দুই তারকা বিদেশী ম্যাটি স্টেইনম্যান ও ব্রাইট এনোবাখারেও দল ছাড়ার পথে। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের রেখে দেওয়া তো দূর, চুক্তিবৃদ্ধির বিষয়ে কোনও ভূমিকা নিচ্ছেই না শ্রী সিমেন্ট।
মৌ চুক্তি ও টার্মশিট অনুযায়ী, স্পোর্টিং রাইটস রয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের হাতে। ফলে খেলোয়াড়দের রেখে দেওয়ার বিষয়ে ভূমিকা রাখতেই পারে লগ্নিকারি সংস্থা। কিন্তু সেসবে নজর না দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পুরো দখল নেওয়ার বিষয়ে নজর দিচ্ছে তারা।
যদিও ২৪ মে অবধি ফুটবলারদের অপেক্ষা করার অনুরোধ করেছে ইনভেস্টর সংস্থা। তবে আগামী ৩১ মে অবধি অনেকেরই চুক্তি শেষ হয়ে যাবে, আর এর জেরে অপেক্ষা করতে আর রাজি নন খেলোয়াড় ও তাদের এজেন্টরা। ইতিমধ্যেই এফসি গোয়া, জামসেদপুর এফসি, বেঙ্গালুরু এফসির প্রস্তাব রয়েছে একাধিক ফুটবলারের কাছে। এবং নিরাপদ ভবিষ্যতকে ১০০ বছরের ঐতিহ্যের আগে ভাবছেন পেশাদার ফুটবলাররা।