টিম গড়া লক্ষ্য নয়, ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক স্থাপনেই উদ্যোগী হতে মরিয়া শ্রী সিমেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিনের পর দিন চলে যাচ্ছে, এখনও অবধি এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের রাখার বিষয়ে কোনও আগ্রহই পোষণ করছে না শ্রী সিমেন্ট। এবং বিশেষ করে লাল-হলুদের বঙ্গব্রিগেডের ভবিষ্যৎ নিয়ে যেন ছেলেখেলা চলছে এই ক্লাব-ইনভেস্টর কাজিয়ায়। আর মাত্র ১৫ দিন বাকি চুক্তি শেষ হতে, এই পরিস্থিতিতে আর কতদিন অপেক্ষা করবেন লাল-হলুদের বঙ্গব্রিগেড।
এই নিয়ে এক্সট্রা টাইম বাংলায় সরাসরি নিজেদের বার্তা দিয়েছেন সার্থক গোলুই, সৌরভ দাস এবং অঙ্কিত মুখার্জি। সার্থক গোলুই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, একাধিক ক্লাবের অফার রয়েছে তার কাছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসিতে এই তরুণ ডিফেন্ডারের যোগদানের বিষয়ে বড়সড় জল্পনা তৈরি হয়েছে।
এদিকে বাঙালি মিডফিল্ডার সৌরভ দাস এসসি ইস্টবেঙ্গলে থাকতে চাইলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে রাজি নন। তিনিও জানিয়েছেন যে বেশ কিছু ক্লাব তাকে অফার করেছে। এছাড়া তরুণ উইংব্যাক অঙ্কিত মুখার্জিও একই মত দিয়েছেন। ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবের সাথে যুক্ত থাকতে চাইলেও অনন্তকাল অপেক্ষা করতে রাজি নন।
এদিকে শোনা যাচ্ছে, তারকা গোলকিপার দেবজিত মজুমদারও আর অপেক্ষা করতে চাইছেন না এবং ইতিমধ্যেই অন্য অপশন দেখছেন।
তবে এই বিষয়ে শ্রী সিমেন্টের ভূমিকা ঠিক কি? লগ্নিকারি সংস্থার অন্দরমহল থেকে খবর আসছে, খেলোয়াড়দের সাথে চুক্তিবৃদ্ধি এই মুহুর্তে তাদের মূল ফোকাস নয়। তাদের লক্ষ্য ক্লাবে নিজেদের ভবিষ্যতটি পাকা করা। এক প্রকার বলা যায়, 'আপনি বাঁচলে বাপের নাম'। যদিও শ্রী সিমেন্টের এক উচ্চপদস্থ কর্তা এই বিষয়ে বলেছেন, যখন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তি সই করেছিল শ্রী সিমেন্ট, তখন ক্লাবের ১০০ বছরের ঐতিহ্যকে দেখে জোট বেঁধেছিল তারা। কিন্তু আধুনিক যুগে শুধু ঐতিহ্য দিয়েই কিছু হয় না।
এর ফলে কার্যত স্পষ্ট, ক্লাব ও ইনভেস্টরের কাজিয়া অব্যাহতই থাকবে। সুতরাং দুই পক্ষের ইগোর লড়াইয়ে অশনি সংকেতের মধ্যে রয়েছে প্রতিভাবান ও তারকা বেশ কিছু ফুটবলাররা।