স্পোর্টিং রাইটস ফেরতের গল্প এখনও সত্যি নয়! দাবি বাঙুরের, হতবাক ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই মিডিয়ায় একটি কথা ঘুরে বেড়াচ্ছে, স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দিতে চলেছে শ্রী সিমেন্ট। এবং এই বিষয়ে ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে মেইল করেছে লগ্নিকারী সংস্থা। কিন্তু এই ধরণের খবর ভুয়ো ও ভিত্তিহীন, এমনই দাবি তুললেন শ্রী সিমেন্টের কর্তা হরি মোহন বাঙুর। আর এই বিষয়ে কার্যত হতবাক ক্লাবের কর্মকর্তারা।
এক্সট্রা টাইম বাংলার সাথে দুপুর সাড়ে তিনটের সময় ফোনালাপে যখন শ্রী সিমেন্টের কর্তা হরি মোহন বাঙুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে স্পোর্টিং রাইটস ফেরত দেওয়া হবে কিনা, তার জবাবে বাঙুর সাহেব বলেন, "Not now, not true!"। অর্থাৎ এক কথায় তিনি এই খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এদিকে খবর অনুযায়ী এখনও অবধি অর্থাৎ বিকেল চারটে অবধি শ্রী সিমেন্টের তরফ থেকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনও রকম মেইল আসেনি ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। বরং মিডিয়ার সম্প্রচারেই তারা এই খবর পেয়েছে বলে কিছুটা হলেও হতবাক।
এক্সট্রা টাইম বাংলার সাথে কথা বলে কর্তারা জানিয়েছেন, এখনও অবধি স্পোর্টিং রাইটস ফিরে পাওয়ার বিষয়ে লগ্নিকারী সংস্থা কিংবা মধ্যস্থতাকারী - কারোর কাছ থেকেই কোনও বার্তা আসেনি তাদের কাছে। এবং এও জানিয়েছে, স্পোর্টিং রাইটস ফিরে পাওয়ার পরেও তারা কি করবে, সে নিয়ে বড়ই অপ্রস্তুতে পড়েছেন তারা। যদিও এই জটিলতার জন্য শ্রেণিক শেঠকে দায়ী করেছেন কর্তারা।