ফাইনাল এগ্রিমেন্টে কোনও পরিবর্তনই করেনি শ্রী সিমেন্ট! ইস্টবেঙ্গলের জটিলতা অব্যাহত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জোর জল্পনা উঠেছিল, আগামী মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে ফাইনাল এগ্রিমেন্টে সই করবে ইস্টবেঙ্গল ক্লাব। এমনকি, শ্রী সিমেন্টের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে, ফাইনাল এগ্রিমেন্টে অনেক পরিবর্তন করা হয়েছে এবং তারা অনেকটাই নমনীয় হয়েছে।
কিন্তু সম্প্রতি ক্লাবের কাছে যে নয়া ফাইনাল এগ্রিমেন্টের চুক্তিপত্র পাঠিয়েছে লগ্নিকারী সংস্থা, তাতে নেই বিন্দুমাত্র কোনও পরিবর্তন। এমনই জানিয়েছেন ইস্টবেঙ্গলের এক কর্মকর্তা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এখনই কোনও চুক্তি সই হচ্ছে না।
ফলে আপাতত স্পষ্ট, সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই আটকে রয়েছে। আপাতত সেখান থেকে বেরোনোর কোনও উপায় পাওয়া যাচ্ছে না। কর্মকর্তাদের তরফ থেকে দাবি উঠেছে, সমর্থকরা চুক্তি সই না করার ক্ষেত্রে কর্তাদের দোষ দিলেও এখানে শ্রী সিমেন্টও নিজেদের জায়গা থেকে অনড়। এবং লগ্নিকারী সংস্থার বেশ কিছু দাবি মানার ক্ষেত্রে তাদের হাত-পা বাধা। ফলে জটিলতা চলছেই।
এদিকে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পরিকল্পনা করেছে ১১ জন প্রাক্তন ফুটবলারদের নিয়ে গঠিত বিশেষ কোর কমিটি। শ্রী সিমেন্ট কর্তাদের কাছেও বসার অনুরোধ করেছেন তারা। যদিও লগ্নিকারী সংস্থা এখনও অবধি ইতিবাচক কোনও উত্তর দেননি এই বিষয়ে।