ইস্টবেঙ্গল দিবসে 'প্রাক্তন' শ্রী সিমেন্টের বড় উপহার পেল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইস্টবেঙ্গল দিবসটি যেন স্মরণীয় হয়ে থাকবে ক্লাবের জন্য। ১০৩তম প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতি, সদস্য সমর্থকদের গর্জন, নতুন ইনভেস্টর ইমামির মেলবন্ধন, এবং কৃতী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান - সব মিলিয়ে স্মরণীয় রাত ছিল ইস্টবেঙ্গল ক্লাবের।
এছাড়া ইমামির শীর্ষকর্তারা যখন জানিয়ে দেন, নিজেদের নামেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল ক্লাব, তখন সমর্থকদের মধ্যে ছিল বাঁধনহারা উচ্ছ্বাস। এরই মাঝে প্রাক্তন ইনভেস্টর শ্রী সিমেন্ট দিল এই বিশেষ উপহার।
আগেই কথা হয়েছিল, ফুটবল রাইটস সহ সমস্ত স্বত্ত্বাধিকার ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দেবে শ্রী সিমেন্ট। এবার সোমবার মেইলের মাধ্যমে সরকারিভাবে সমস্ত স্বত্ত্বাধিকার ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট। ফলে নতুন লোগো তৈরি থেকে শুরু করে ফুটবল ক্লাবের নাম ও সোশ্যাল মিডিয়ায় পরিচালনায় কোনও অসুবিধা থাকবে না ইমামি ইস্টবেঙ্গলের।