খেলা হবে! মুখ্যমন্ত্রীর সামনে আইএসএল খেলার প্রতিশ্রুতি দিল শ্রী সিমেন্ট-ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যেকার দীর্ঘ সময়ের কাজিয়া আবারও মেটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে শ্রী সিমেন্টের প্রতিনিধি, ইস্টবেঙ্গল কর্তা ও মধ্যস্থতাকারীদের নিয়ে বৈঠকে বসেন মমতা। এবং এরপর সাংবাদিকদের সামনে এসে ঠিক হয়, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।
শ্রী সিমেন্টের তরফ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সচিব এস এস খান্ডেলওয়াল, চিফ ফাইনান্স অফিসার এস যাদব ও সিনিয়র ম্যানেজার সন্দীপ কুমার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে হাজির ছিলেন সদানন্দ মুখার্জি ও শীর্ষকর্তা দেবব্রত সরকার। আর মধ্যস্থতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব মজুমদার।
শ্রী সিমেন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা হয়, "আমরাও চাই যে এখানে যেন খেলা হয়। কিছু একটা সমস্যার জন্য আমরা ফাইনাল এগ্রিমেন্টে সই করতে পারলাম না, গত এক বছর ধরে চেষ্টা করে গিয়েছিলাম যাতে সই হয়ে যায়। এখন যা হোক না কেন, আপনি যেহেতু অনুরোধ করেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আইএসএল খেলব।"
এদিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে দেবব্রত সরকার বলেন, "আপনার বদান্যতায় আমাদের ক্লাবে ফ্লাডলাইটটা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। গতবারও দিদির বদান্যতায় আমরা আইএসএল খেলেছিলাম, এবছর নানা সমস্যার মাঝেও দিদিই ত্রাতা হয়ে উঠলেন। ওনার জন্যই আমরা আবার আইএসএল খেলব, এবং শ্রী সিমেন্টের কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।"
শেষে মুখ্যমন্ত্রীর সামনে হাতে হাত মেলালেন শ্রী সিমেন্টের প্রতিনিধিরা ও ইস্টবেঙ্গল কর্তারা। কার্যত আবারও ইস্টবেঙ্গলের রক্ষাকর্তা হিসেবে এসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।