করোনা সংক্রমণ বৃদ্ধিতে কি স্থগিত হওয়া উচিত আইএসএল? এই বড় বার্তা দিলেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচ স্থগিতের পর, অবশেষে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। আগামী বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ শিবির। তবে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আইএসএল স্থগিতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অনেকেই দাবি জানিয়েছিলেন, যেভাবে করোনা বাড়ছিল জৈব বলয়ে, তাতে কয়েক দিনের জন্য স্থগিত হয়ে যাক আইএসএল। কিন্তু তা করেনি আয়োজকরা। এই নিয়ে ফেরান্ডোর বার্তা, "না না, আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার সামনে অনেক উদাহরণ রয়েছে - প্রিমিয়ার লিগ, লা লিগা, ফ্রেঞ্চ লিগ। পিএসজিতে মেসি, টটেনহ্যামে ৬-৭ জন ফুটবলার, স্পেনেও অনেক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।"
"কিন্তু তা সত্ত্বেও খেলা চলেছে। ফলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গেলে, আমাদের শক্তিশালী হতে হবে এবং খেলা চালিয়ে যেতে হবে। মাস্ক পড়তে হবে, দুরত্ববিধি বজায় রাখতে হবে - কিন্তু তার থেকেও জরুরি, আমাদের নিজেদের মনকে শক্ত রাখতে হবে।"