প্রথমবার চ্যাম্পিয়নস লিগে এসেই বাজিমাত শেরিফের, ঘরের মাঠে পরাস্ত রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ - ১ (করিম বেঞ্জেমা - পেনাল্টি)
এফসি শেরিফ টিরাসপোল - ২ (জাসুরবেক ইয়াখশিবোয়েভ, সেবাস্টিয়েন থিল)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে মলডোভার প্রথম ক্লাব হিসেবে মূলপর্বে উঠেছে এফসি শেরিফ টিরান্সপোল। আর অভিষেকেই চমক শেরিফের। সান্তিয়াগো বার্নাবেউতে ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল এই অনামী দল। এবং আবারও প্রমাণিত হল, চ্যাম্পিয়নস লিগ কতটা অপ্রত্যাশিত হতে পারে।
যদিও পুরো ম্যাচ জুড়েই ডিফেন্সিভ মনোভাব নিয়ে নেমেছিল শেরিফ, আক্রমণের ঝড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। তবে ২৫ মিনিটে গোল পেয়ে যায় শেরিফ। ক্রিশ্চিয়ানোর ক্রসে গোল করেন জাসুরবেক ইয়াখশিবোয়েভ। তবে ৬৩ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, কোস্তাঞ্জা বক্সের মধ্যে ফাউল করেন ভিনিসিয়াস জুনিয়রকে, যা ভিএআরে ধরা পড়ে। পেনাল্টি থেকে গোল করেন করিম বেঞ্জেমা। কিন্তু খেলার শেষ হওয়ার কিছু আগে অর্থাৎ ৮৯ মিনিটে গোল করে আবারও এগিয়ে যায় শেরিফ। বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন সেবাস্টিয়েন থিল।
তবে রিয়াল মাদ্রিদ আক্রমণের কোনও ত্রুটি রাখেনি। ৩১টি শট নেয় তারা, তবে প্রচুর মিসপাস ও ফাইনাল থার্ডে সুযোগের অসদ্ব্যবহারের ফল ভুগতে হল মাদ্রিদকে। এছাড়া লস ব্ল্যাঙ্কোসকে একা হাতে আটকে দিয়েছেন শেরিফের গোলকিপার জিওরজিওস আথানাসিয়াডিস।
আর এই ফলাফলের জেরে সকলকে অবাক করে দিয়ে, গ্রুপ ডিতে শীর্ষস্থানে উঠে গিয়েছে শেরিফ, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মত শক্তিশালী দলদের পিছনে ফেলে। সত্যিই, এটাই চমৎকার।