এই সাতটি কারণে চেলসির মিডফিল্ডার এনগোলো কান্তে পৃথিবীর সবথেকে প্রিয় ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চেলসি এবং ফ্রান্সের তারকা ফুটবলার এনগোলো কান্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত। এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে কার্যত একাই রুখে দিয়েছিলেন কান্তে। কিন্তু তা ছাড়াও ২৭ বছরের এই ফুটবলারকে শুধু চেলসির সমর্থকরা নন, বিশ্ব ফুটবলের প্রতিটি ফুটবলপ্রেমী তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন।
এখন আমরা সাতটি কারণ তুলে ধরব, যা দেখলেও আপনি কান্তেকে ভালোবাসবেন। পেশাদারিত্বের এই যুগে এমন সরল ও সাধাসিধে ফুটবলার রয়েছে, দেখলে বিশ্বাস করা যায় না।
১. ছোটবেলায় জঞ্জাল কুড়োতেন কান্তে - প্যারিসের প্রবাসী কলোনীতে জন্ম কান্তে ছোটবেলায় নিজের বাবাকে জঞ্জাল কুড়োতে সাহায্য করতেন। এবং গোটা প্যারিস শহর জুড়ে জঞ্জালের মধ্যে মূল্যবান কিছুর খোঁজে থাকতেন কান্তে, যাতে সংসারে কিছুটা সাহায্য হয়।
২. কোনওদিনও না বলতে পারেন না স্বল্পভাষী কান্তে - ছোটবেলা থেকে ফুটবল খেলতে থাকলেও ১৯ বছর বয়সে ফরাসি দ্বিতীয় ডিভিশন ক্লাব বোলোনে প্রথম পেশাদার চুক্তি পান কান্তে। তবে তার প্রথম ক্লাব, প্যারিসের অপেশাদার লিগে খেলা জেএস সারেসনেসের সাথে আজও তিনি যোগাযোগ রাখেন। এই নিয়ে কান্তের প্রথম কোচ পিয়ের ভিয়ে বলেছেন, "ও কখনও না বলতে পারে না। ওকে যখনই নির্দেশ দেওয়া হয়, ও হ্যাঁ বলত, তারপর ও মাঠ ছাড়ত, কিন্তু ও বিষয়গুলি দ্রুত বুঝে যেত।"
৩. খেলার সময়েও গাড়ি না ব্যবহার করে হেটে অনুশীলনে যেতে চাইতেন কান্তে - যখন ২০১৫ সালে লেস্টার সিটিতে সই করেছিলেন এনগোলো কান্তে। আর সেই সময় একটি পুরোনো মিনি কুপার গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু সেই গাড়ি করে অনুশীলনে আসতে চাইতেন না তিনি। কারণ তিনি মনে করতেন, দৌড়ে গিয়েই অনুশীলন সেরে আসা যায়।
৪. চেলসিতে সই করেও নিজের পুরোনো গাড়ি রেখে দিয়েছেন কান্তে - ২০১৮ সালে বিপুল বেতনে চেলসিতে যোগ দিলেও নিজের পুরোনো স্মৃতি ভোলেননি কান্তে। আর সেই কারণে সেই পুরোনো মিনি কুপার আজও ব্যবহার করেন কান্তে। ২০১৮ সালে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের আগে তার গাড়িতে আঘাত লাগে, তা সত্ত্বেও টেপ মেরে কোনওরকমে আজও ঐ গাড়ি চালান কান্তে।
৫. লজ্জা পেয়ে কাউকে বলতে পারছিলেন না যে তিনি বিশ্বকাপ ধরতে চান - ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। আর সেই সময় ট্রফিটি নিয়ে উল্লাসে মেতে ওঠেন প্রতিটি ফুটবলার। কিন্তু এনগোলো কান্তেকে ট্রফি নিয়ে মাততে কম দেখা যায়। আসলে সেই সময় তিনি লজ্জা পেয়েছিলেন কাউকে বলতে যে ট্রফিটি তার চাই।
৬. নিয়মিত সঠিক কর প্রদান করেন কান্তে - একদিকে যখন বিশ্বের সেরা খেলোয়াড়রা কর ফাঁকির অভিযোগে আদালতের চক্কর কাটেন, তখন এনগোলো কান্তে সম্পূর্ণ অন্য জগতে থাকেন। প্রতি সপ্তাহে তিন লক্ষ পাউন্ড পেয়ে বর্তমানে চেলসির সব থেকে দামী খেলোয়াড় তিনি, অথচ তিনি সময়মত নিজের পুরো করটি প্রদান করেন। এমনকি, চেলসির তরফ থেকে কর কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেননি কান্তে।
৭. বিনামূল্যে খাবার খাওয়ার তাগিদে থাকেন তিনি - সরল ও সততায় পূর্ণ থাকলেও সুযোগ পেলেও তিনিও মজা করতে ভালোবাসেন। আর যদি সতীর্থদের টাকায় ভালোমন্দ খাওয়া যায়, ক্ষতি কি! এমনটাই করে থাকেন কান্তে। ব্রাজিলের দুই তারকা এবং চেলসির প্রাক্তন ফুটবলার উইলিয়ান এবং দাভিদ লুইজ একটি ইতালীয় রেস্তোরাঁ খুলেছেন লন্ডনে এবং সেখানে গেলে বিনামূল্যে খেয়ে আসেন কান্তে। যদিও এই বিষয়টি বেশ উপভোগ করেন মালিকপক্ষ।