করোনায় আক্রান্ত ইংল্যান্ড দলের সাত সদস্য, পাকিস্তানের বিরুদ্ধে নামবে দ্বিতীয় সারির ইংরেজ দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ক্রিকেটে করোনার ছায়া। কোভিড ১৯ এ আক্রান্ত হলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার সহ মোট সাত সদস্য। সম্প্রতি ইংল্যান্ড দলের সদস্যদের পিসিআর টেস্ট নেওয়া হয়, যেখানে এই সাত সদস্যের করোনার হদিশ মেলে।
এই নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে তারা বলেছে, "ইংল্যান্ড স্বাস্থ্য, ওয়েলস স্বাস্থ্য ও ব্রিস্টলের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে সহযোগিতায়, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৪ জুলাই থেকে ব্রিটিশ সরকারের কোয়ারেন্টিন প্রোটোকল অনুযায়ী স্ব-আইসোলেশনে থাকতে হবে। দলের বাকি সদস্য যারা এই আক্রান্তদের সাথে ছিলেন তাদেরও আইসোলেশনে যেতে হবে।"
এদিকে আগামী বৃহস্পতিবার থেকে কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এবং এই সিরিজটি আইসোলেশন পর্বের মধ্যেই চলবে। তবে এই সিরিজ স্থগিত করার ঘোষণা করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বরং আগামী কয়েক ঘণ্টার মধ্যে একটি নতুন সারির ইংল্যান্ড দল ঘোষণা করা হবে, যা অধিনায়কত্ব করবেন চোট সারিয়ে ফিরে আসা বেন স্টোকস।
এই নিয়ে ইংরেজ বোর্ড তাদের বিবৃতিতে লিখেছে, "ইসিবি জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজটি যথারীতি চলবে। বেন স্টোকস ইংল্যান্ড দলে ফিরবেন এবং দলকে নেতৃত্ব দেবেন।"
আর এর জেরে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলবেন না ইয়ন মর্গ্যান, জেসন রয়, জনি বেয়ারস্টো, স্যাম কারান, ক্রিস ওকস, মইন আলির মত তারকারা। কার্যত নতুন মুখে ভর্তি থাকবে এই ইংল্যান্ড দল।