এই অদ্ভুত কারণের জেরে সবুজ জার্সি-কিট পড়া নিষিদ্ধ হতে চলেছে সিরি আ লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অদ্ভুত নিয়মের গেরোয় ফাঁসল ইতালির প্রথম ডিভিশন লিগ সিরি আ এর ক্লাবগুলি। নিষিদ্ধ হতে চলেছে সবুজ রঙের জার্সি। কোনও দলই সবুজ জার্সি পড়ে মাঠে নামতে পারবে না। এমনকি, ম্যাচের আগে অনুশীলনেও পড়া যাবে না সবুজ রঙের জার্সি। শুধু জার্সি নয়, মোজা ও শর্টসেও থাকবে না।
তবে এই নিয়ম লাগু হতে চলেছে আগামী ২০২২-২৩ মরশুম থেকে। কেবল মাঠে খেলা ২২জন খেলোয়াড়ের উপর এই নিয়ম লাগু থাকবে। রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা সবুজ রঙের জার্সি পড়তে পারবে। এদিকে জার্সিতে যদি একাধিক রঙ থাকে, তাহলে সবুজ বাদে যেন অন্য কোনও একটি রঙের প্রভাব বেশি থাকে।
কিন্তু কেন এই নিয়ম ধার্য করা হল? রিপোর্ট অনুযায়ী, লিগের সম্প্রচারকারী টেলিভিশন সংস্থাগুলি এই নিয়ম ধার্য করেছে। কারণ সবুজ কিটের সাথে মাঠের ঘাসের রঙ অনেকটাই এক হয়ে যায়। যার জেরে সম্প্রচারের সময়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যেতে পারেন খেলোয়াড়রা। ফলে অসুবিধা হতে পারে দর্শকদের।
গত মরশুমে আটালান্টা ক্রিস্টমাস উপলক্ষ্যে একটি বিশেষ সবুজ জার্সি পড়েছিল। এদিকে লাজিওর অ্যাওয়ে জার্সি ছিল সবুজ। সাসুওলোর হোম জার্সি সবুজ রঙের, আর তাতে কালো রঙের ছাপ রয়েছে। তবে সিরি আ কর্তৃপক্ষের তরফ থেকে এক বছরের বেশি সময় দেওয়ায় ক্লাবগুলি চিন্তাভাবনার জন্য বেশ সময় পাবে।