মুম্বই সিটি ছাড়ার তিন মাস পর এই দ্বিতীয় ডিভিশন ক্লাবে যোগ দিলেন সের্জিও লোবেরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন ঠিকানা পেলেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। মুম্বই সিটি এফসি ছাড়ার পর জল্পনা ছিল, সিটি গ্রুপের কোনও ক্লাবেই দায়িত্ব নেবেন লোবেরা। আর ঠিক তাই হল।
চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউ এফসির দায়িত্ব নিয়েছেন লোবেরা। এই ক্লাবের ২৮ শতাংশ মালিকানা রয়েছে সিটি ফুটবল গ্রুপের হাতে।
লোবেরার সাথে তার সাপোর্ট স্টাফের দুই সদস্য জেসুস টাটো ও ম্যানুয়েলও যোগ দেবেন সিচুয়ানে। জেসুস ও ম্যানুয়েল এর আগে এফসি গোয়া ও মুম্বই সিটিতে লোবেরার সাথে ছিলেন।
ভারতীয় ফুটবলে অত্যন্ত সাফল্যের সাথে কোচিং করিয়েছেন সের্জিও লোবেরা। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও বেশ পছন্দের ছিলেন তিনি। গত মরশুমে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল জিতেছিলেন লোবেরা। কিন্তু গত বছরের অক্টোবরে একেবারে হঠাত করেই দায়িত্ব ছাড়েন লোবেরা, আর তার জায়গায় আসেন ডেস বাকিংহাম।