লা লিগা জয়ের আশা শেষ বার্সিলোনার, চরম আশঙ্কায় ভুগছেন সের্জিও বুসকেটস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার লেভান্তের বিরুদ্ধে ৩-৩ ড্র করে নিজেদের লা লিগা জয়ের আশা আরও স্তিমিত করে দিল এফসি বার্সিলোনা। প্রথমার্ধে লিওনেল মেসি ও পেদ্রির গোলে এগিয়ে থাকলেও সমতা ফিরিয়ে আনে লেভান্তে। এরপর উসমান ডেম্বেলে আবারও বার্সাকে এগিয়ে দিলেও ৮৩ মিনিটে সের্জিও লিওন গোল করে লেভান্তের হয়ে পয়েন্ট ছিনিয়ে আনেন।
আর এর জেরে লা লিগা জয়ের আশা শেষ হয়ে যেতে পারে বার্সিলোনার, এমনই আশঙ্কা প্রকাশ করলেন অভিজ্ঞ মিডফিল্ডার সের্জিও বুসকেটস। এই ড্রয়ের জেরে অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সিলোনা, এবং রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্টে এগিয়ে, কিন্তু বাকি দুই দলেরই একটি ম্যাচ হাতে রয়ে আছে।
একটি সাক্ষাৎকারে লা লিগা জয়ের লড়াইয়ে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বুসকেটস। স্প্যানিশ এই মিডফিল্ডার বলেছেন, "কার্যত লিগটি আমাদের জন্য বন্ধ হয়ে গেল। খুবই কম অপশন বাকি রয়েছে, নির্ভর করবে আমাদের প্রতিদ্বন্দ্বীরা কি করে। কিন্তু খুব কম পয়েন্ট বাকি রয়েছে।"
এরপর বার্সিলোনার এই পারফর্মেন্স নিয়ে বুসকেটস বলেছেন, "এটা আমাদেরই দোষ। সাম্প্রতিক কয়েকটা ম্যাচে আমরা পয়েন্ট নষ্ট করেছি যার জন্য আমরা লা লিগায় লড়াই করতে পারতাম। আমরা খারাপ মনোভাব নিয়ে ফিরি কারণ আমাদের খারাপ সময় চলছে। আমরা চাপ দিতে চেয়েছিলাম কিন্তু তেমনটা হয়নি। আমরা খেলাটি ভালো শুরু করেছিলাম। আমরা এগিয়ে ছিলাম, কিন্তু যা ঘটল তা এই মরশুমের বেশিরভাগ সময়েই হয়ে আসছে। কিছু ভুলের জন্য, ওরা সহজে গোল করে যাচ্ছে।"
এদিকে বার্সিলোনার এখনও দুই ম্যাচ বাকি রয়েছে, আর রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের তিনটি করে ম্যাচ বাকি। বুধবার অ্যাটলেটিকো রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে জিতলে বার্সার থেকে চার পয়েন্টে এগিয়ে যাবে, যেখানে রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার গ্রানাডার বিরুদ্ধে জয় পেলে বার্সাকে টপকে যেতে পারে।