সত্যিই কি অবসর নিচ্ছেন? জল্পনার মেঘ কাটিয়ে এই বার্তা দিলেন সের্জিও আগুয়েরো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার থেকে একাধিক রিপোর্ট অনুযায়ী খবর এসেছিল, হৃদযন্ত্রের সমস্যার জেরে দ্রুত অবসর নিতে পারেন অভিজ্ঞ আর্জেন্টিনীয় ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। যদিও এই নিয়ে তখনও অবধি এফসি বার্সিলোনা বা আগুয়েরোর তরফ থেকে কোনও বার্তা আসেনি।
তবে জল্পনার বৃদ্ধি পেতে দেখে এবার সেই মেঘ কাটানোর সিদ্ধান্ত নিলেন স্বয়ং আগুয়েরো। নিজের টুইটারে আগুয়েরো অবসর নিয়ে কিছু না লিখলেও আপাতত ডাক্তারদের পরামর্শমত ৯০ দিনের চিকিৎসার উপর ভরসা রাখছেন।
এই নিয়ে আগুয়েরো লিখেছেন, "সমস্ত গুঞ্জনের উত্তর দিতে, আমি বলতে পারি যে আমি ক্লাবের ডাক্তারদের পরামর্শ মেনে চলছি, সমস্ত পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছি এবং ৯০ দিন পর নিজের অগ্রগতির বিষয়ে দেখব। সব সময় ইতিবাচক রয়েছি।"
শুক্রবার কাতালুনিয়া রেডিওর তরফ থেকে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে আগুয়েরোর বুকে ব্যাথা নিয়ে যে আশঙ্কা ছিল, তা আরও বেড়েছে এবং এর জেরে কেরিয়ার দ্রুত শেষ করতে হতে পারে ৩৩ বছরের ফরোয়ার্ডের। গত ৩০ অক্টোবর আলাভেসের বিরুদ্ধে লা লিগার ম্যাচে বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো, যার পর তাকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়।
এফসি বার্সিলোনার তরফ থেকে জানানো হয়, আগুয়েরোর এই বুকে যন্ত্রণা ওঠার পিছনে ছিল হার্ট অ্যারিদমিয়া, যার জন্য তিন মাসের চিকিৎসার প্রয়োজন।