এটিকে মোহনবাগান দলে যোগ দিলেন অভিজ্ঞ সার্বিয়ান ডিফেন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবারই এক্সট্রা টাইমের তরফে জানানো হয়েছিল যে নতুন বছরে সবুজ মেরুণ জার্সিতে দেখা যাবে সার্বিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে।
শেষ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এটিকে মোহনবাগান সই করাতে চলেছে নতুন এক বিদেশি ডিফেন্ডারকে। মরশুমের শুরুতে ঘটা করে সবুজ মেরুণ দলে আনা হয়েছিল পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে। কিন্তু নামে ভার হলেও খেলায় তার প্রদর্শন মোটেও আকর্ষণীয় ছিলনা। ফলে বিদায় ঘটে গেল পোগবার। তার পরিবর্তেই আসছেন ডামজানোভিচ।
স্লাভকো ডামজানোভিচ সার্বিয়ান সুপারলিগের ফুটবল ক্লাব নোভি পাজার থেকে এটিকে মোহনবাগান দলে যোগ দিতে চলেছেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুললেই স্লাভকোকে দেখা যাবে এটিকে মোহনবাগান দলে।
৩০ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ডামজানোভিচকে নেওয়ার কারণ হিসাবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যে খেলে গেছেন ডামজানোভিচ। ২০২১-২০২২ মরশুমে তিনি চেন্নাইন এফসির রক্ষণ সামলেছিলেন তিনি। সার্বিয়ান এই অভিজ্ঞ ডিফেন্ডারের সবুজ মেরুণ ব্রিগেডে যোগদান, এই আইএসএলে এটিকে মোহনবাগানের ভালো ফলাফলের সম্ভবনা আরও বাড়িয়ে দিল তা বলাই যায়।