ফিফা বিশ্বকাপ ২০২২: ঘোষিত হল সেনেগালের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপে তৃতীয় বার অংশগ্রহণ করতে চলেছে সেনেগাল দেশ। এর আগে ২০০২ সালে প্রথমবার সেনেগাল ফুটবল বিশ্বকাপে সুযোগ পায়। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছায় সেনেগাল। এরপর ২০১৮ বিশ্বকাপে সুযোগ পেয়েছিল সেনেগাল। চার বছর বাদে সাদিও মানের দেশ আরও একটি বিশ্বকাপে খেলতে চলেছে।
২০২২ বিশ্বকাপে সেনেগাল গ্রুপ 'এ' তে রয়েছে। এই গ্রুপে রয়েছে আয়োজক দেশ কাতার, এছাড়াও রয়েছে ইকুয়েডর এবং শক্তিশালী নেদারল্যান্ড।
সেনেগাল কোচ আলিওউ সিসে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের সেনেগাল দল ঘোষণা করেন।
গোলকিপার - সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস, এডুয়ার্ড মেন্ডি
ডিফেন্ডার - ফোডে বায়ো-টুরে, পাপে আব্দু সিসে, আব্দু দিয়াও, ইসমাইল জেকবস, কালিদু কুলিবালি, ফরমোস মেন্ডি, ইউসুফ সাবালি
মিডফিল্ডার - পাথে সিস, ক্রেপিন ডিয়াট্টা, ইদ্রিসা গানা গেয়ে, পাপা গেয়ে, চেইখু কুয়াতে, মামাদু লুম এনদিয়ায়ে, নামপালিস মেন্ডি, মুস্তাফা নামে, পাপে মাতার সার
ফরোয়ার্ড - বুলায়ে দিয়া, ফামারা দিয়াধিও, বাম্বা ডিয়েং, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে, ইলিমান এনদিয়ায়ে, ইসমাইলা সার