প্রস্তুতি জোরদার করতে এবার আইলিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভাস্কো এসসি ও সালগাঁওকার এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয়ের পর এবার আরও কঠিন চ্যালেঞ্জ চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো ডিয়াজ।
এবার গত বারের আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। আগামীকাল অর্থাৎ বুধবার ডন বস্কো মাঠে দুপুর সাড়ে তিনটে হবে এই ম্যাচ।
নিঃসন্দেহে, ভাস্কো ও সালগাঁওকারের থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ হবে গোকুলাম, যারা কয়েক দিন আগে ডুরান্ড কাপে খেলেছিল, এবং কোয়ার্টার ফাইনালে বাংলার দল মহমেডান স্পোর্টিংয়ের কাছে হেরেছিল। ফলে খেলার মধ্যে রয়েছে আইলিগ চ্যাম্পিয়নরা।
এরপরেও যা খবর, আইএসএলের দুই-তিনটি দলের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। সম্ভবত মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসির সাথে খেলতে পারে লাল-হলুদ ব্রিগেড।