করোনা ভয় কাটিয়ে রিভেরার অধীনে অনুশীলনে নামল ইস্টবেঙ্গল, আদৌ নামবে এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার ভয় আইএসএলে! প্রায় প্রতিটি দলেই করোনা সংক্রমণ রয়েইছে। এই পরিস্থিতিতে একের পর এক স্থগিত হয়েছে। তবে এসসি ইস্টবেঙ্গলের ঘটনাটা ভিন্ন। আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতিতে নামল লাল-হলুদ ব্রিগেড।
সোমবার সকালে নয়া কোচ মারিও রিভেরার অধীনে অনুশীলনে নামে এসসি ইস্টবেঙ্গল। আগামী ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। এখনও অবধি এই ম্যাচ জারি রয়েছে, এমনটাই জানা গিয়েছে। এদিকে এফসি গোয়া রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে।
যদিও দুটি দলেই করোনা আক্রান্তের নজির রয়েছে, তবে সেই ভয় কাটিয়ে আপাতত খেলার দিকেই মনোযোগ রয়েছে গোয়া ও ইস্টবেঙ্গলের।
এদিকে এটিকে মোহনবাগানের করোনা আক্রান্ত সকল ফুটবলাররই ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। জানা গিয়েছে, মঙ্গলবার স্পষ্ট হবে আদৌ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবে কিনা এটিকে মোহনবাগান।
বলা বাহুল্য, কেরালা ব্লাস্টার্সের শিবির করোনা সংক্রমণ আসায় রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ স্থগিত করেছিল আইএসএল। ফলে কেরালা শিবিরে সংক্রমণের পরিস্থিতি কেমন, তাও অনেকটা নির্ভর করবে ২০ জানুয়ারির ম্যাচে।