এই দুই দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল, দিনক্ষণ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই গোয়ায় ডন বস্কো মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। কোচ মানোলো ডিয়াজ ও তার সাপোর্ট স্টাফের নজরদারিতে কড়া প্রস্তুতি সারছেন অরিন্দম-আদিল-চিমারা।
এই পরিস্থিতিতে দলের ভারসাম্য ও শক্তি-দূর্বলতা দেখে নিতে এবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আগামী শুক্রবার ও শনিবার অর্থাৎ ১৫-১৬ অক্টোবর গোয়ার দুই টিম যথাক্রমে ভাস্কো স্পোর্টিং ক্লাব ও সালগাওকার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সকাল আটটা থেকে ডন বস্কো থেকে এই দুটি ম্যাচ খেলা হবে।