ওড়িশা এফসির বিরুদ্ধে একাধিক পরিবর্তন করছে এসসি ইস্টবেঙ্গল, দেখে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোয়ায় তিলক ময়দান স্টেডিয়ামে বুধবার ওড়িশা এফসির মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে জয়হীন ইস্টবেঙ্গল, সদ্য কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ ফলে পর্যদুস্ত হয়েছে। এদিকে বেঙ্গালুরু এফসিকে ৩-১ ফলে হারিয়ে দারুণ শুরু ওড়িশার।
এই পরিস্থিতিতে ম্যাচের আগে কোচ ম্যানুয়েল ডিয়াজ জানিয়েছেন, ডার্বি ম্যাচ থেকে একাধিক পরিবর্তন হবে একাদশে। গোলে অরিন্দমের জায়গায় শুভম সেন শুরু করছে, তা নিশ্চিত করছেন কোচ। এদিকে তিন ডিফেন্সেই শুরু করতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ফ্রাঞ্জো পর্চে ও টমিস্লাভ মর্চেলার সাথে শুরু করবেন আদিল খান।
এদিকে দুই উইং থেকে দায়িত্ব সামলাবেন বিকাশ জাইরু ও মহম্মদ রফিক। আবার, রফিকের জায়গায় ডিফেন্সিভ সুবিধা বাড়াতে হীরা মন্ডলকে ফিরিয়ে আনতে পারে টিম ম্যানেজমেন্ট। মাঝমাঠে অমরজিত সিং কিয়াম ও আমির ডেরভিসেভিচ খেলতে পারেন। আর ফরোয়ার্ডে আন্তোনিও পেরোসেভিচের সাথে নাওরেম মহেশ সিং ও জ্যাকিচাঁদ সিংকে নামাতে পারেন কোচ।
ওড়িশা এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - শুভম সেন, টমিস্লাভ মর্চেলা, ফ্রাঞ্জো পর্চে, আদিল খান, হীরা মন্ডল / মহম্মদ রফিক, বিকাশ জাইরু, অমরজিত সিং কিয়াম, আমির ডেরভিসেভিচ, নাওরেম মহেশ সিং, আন্তোনিও পেরোসেভিচ, জ্যাকিচাঁদ সিং।