জামসেদপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে এই তারকা বিদেশীকে বাইরে রেখে নামতে পারে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার গোয়ার তিলক ময়দানে জামসেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল ২০২১ অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। মূলত লড়াইটা হবে জামসেদপুরের আক্রমণের সাথে ইস্টবেঙ্গলের মাঝমাঠের - আর এখানেই বড় চ্যালেঞ্জ লাল-হলুদের হেডস্যার ম্যানুয়েল ডিয়াজের কাছে।
নেরিলাস ভালস্কিস ও ফারুখ চৌধুরীর আক্রমণ লাইন সমৃদ্ধ জামসেদপুর এফসি বেশ শক্তিশালী। এছাড়া মোবাশির রহমান ও লেন ডুংগেলের উইংপ্লে থেকে সমস্যা বাড়তে পারে। এই পরিস্থিতিতে বেশ বুদ্ধি করে একাদশ সাজাতে হবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে।
ডিফেন্সে দুই বিদেশী অর্থাৎ টমিস্লাভ মর্চেলা ও ফ্রানহো পর্চে থাকতে পারেন, আর আদিল খান সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন। এদিকে রাজু গায়কোয়াড় ও হীরা মন্ডলের একজনকে উইং ব্যাকে আনতে পারে, যেখানে অপর প্রান্তে খেলবেন মহম্মদ রফিক। গোলে অবশ্যই থাকবেন অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য।
এদিকে মাঝমাঠে আমির ডেরবিসেভিচের সাথে থাকবেন বিকাশ জাইরু ও জ্যাকিচাঁদ সিং। জ্যাকির গতি ও বিকাশের স্কিল কাজে আসবে মাঝমাঠে। আর আক্রমণের দায়িত্ব সামলাবেন আন্তোনিও পেরোসেভিচ ও বলবন্ত সিং। সম্ভবত ড্যানিয়েল চিমাকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতে পারেন কোচ ম্যানুয়েল ডিয়াজ।
জামসেদপুর এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক), রাজু গায়কোয়াড় / হীরা মন্ডল, আদিল খান, টমিস্লাভ মর্চেলা, ফ্রানহো পর্চে, জ্যাকিচাঁদ সিং, মহম্মদ রফিক, বিকাশ জাইরু, আমির ডেরবিসেভিচ, আন্তোনিও পেরোসেভিচ, বলবন্ত সিং।