করোনা সংক্রমণ নিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে দলগঠনে হিমশিম খাচ্ছে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। এর মাঝে পাল্টেছে অনেক কিছু।
রেনেডি সিংয়ের বিদায়, অরিন্দমের অধিনায়কত্ব ত্যাগ, লেস ক্লিভলির বিদায়, নয়া কোচ মারিও রিভেরার দায়িত্বগ্রহণ, শুভ ঘোষ ও সংপু সিংসিটের আগমণ - সব মিলিয়ে বেশ অনেক পরিবর্তন হয়েছে এসসি ইস্টবেঙ্গল শিবিরে।
তবে নতুন হাওয়ার আগমণের পাশাপাশি আগমণ ঘটেছে করোনারও। আর এর জেরে একাধিক খেলোয়াড় আক্রান্ত লাল-হলুদ শিবিরে। ফলে কেমন একাদশ নিয়ে নামাবেন কোচ মারিও, তা নিয়ে বেশ মাথাব্যাথা তৈরি হয়েছে।
গোলে শুরু করবেন অরিন্দম ভট্টাচার্য। যা সম্ভাবনা, হীরা মন্ডলের জায়গায় শুরু থেকে খেলতে পারেন সেরিনিও ফার্নান্ডেজ। এদিকে অপর উইংব্যাক হিসেবে খেলবেন অঙ্কিত মুখার্জি। এদিকে ফ্রাঞ্জো পর্চের চোট সেরে ওঠায়, আদিল খানের সাথে জুড়বেন তিনি।
এদিকে মাঝমাঠে প্রথম থেকে শুরু করবেন ড্যারেন সিডোয়েল। তার সাথে অমরজিত সিং কিয়াম ও ওয়াহেংবাম আঙ্গৌসানা নামতে পারেন। আর দুই প্রান্তে নাওরেম মহেশ সিং ও জ্যাকিচাঁদ সিং খেলতে পারেন। ফরোয়ার্ডের দায়িত্ব সামলাবেন সেম্বোই হাওকিপ।
এফসি গোয়ার বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক), সেরিনিও ফার্নান্ডেজ, আদিল খান, ফ্রাঞ্জো পর্চে, অঙ্কিত মুখার্জি, ড্যারেন সিডোয়েল, অমরজিত সিং কিয়াম, ওয়াহেংবাম আঙ্গৌসানা, নাওরেম মহেশ সিং, জ্যাকিচাঁদ সিং, সেম্বোই হাওকিপ।