চোটে জর্জরিত জামসেদপুরের বিরুদ্ধে পূর্ণ ভারতীয় একাদশ নামাচ্ছে ইস্টবেঙ্গল, ফিরছেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলের প্রথম পর্বে একটিও ম্যাচ না জেতা এসসি ইস্টবেঙ্গল আবার নতুন করে নামছে মাঠে। পরপর তিন ম্যাচে তিন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে রুখে দিয়ে বেশ আত্মবিশ্বাসী রেনেডি সিংয়ের ছেলেরা। এই পরিস্থিতিতে এবার দ্বিতীয় পর্ব জামসেদপুরকে দিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল।
গতবার জামসেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। তবে সেবার থেকে এবারে অনেক বদল হয়েছে দুই দলেই। দুই দলেরই প্রধান ফরোয়ার্ড বেরিয়ে গিয়েছেন, জামসেদপুরের ভালস্কিস ও ইস্টবেঙ্গলের চিমা। এছাড়া দুই দলই চোট আঘাতে জর্জরিত।
জামসেদপুর এফসির ক্ষেত্রে, কোমল থাটালের চোট এখনও সেরে ওঠেনি। এদিকে ফারুখ চৌধুরি পুরো টুর্নামেন্টের জন্য ছিটকে গিয়েছেন, অনিশ্চিত টিপি রেহনেশও। ফলে কোচ ওয়েন কোলকে বেশ চিন্তাভাবনা করতে হবে প্রথম একাদশ সাজানোর জন্য। গত চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জামসেদপুর, গত ম্যাচে নর্থইস্টকে ৩-২ ফলে হারিয়ে এসেছে। সুতরাং ছন্দ রয়েছে জামসেদপুরের সাথে।
তবে ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে দুরন্ত ফর্মে থাকা গ্রেগ স্টুয়ার্টের দিকে। এছাড়া জর্ডান মারেও অত্যন্ত বিপদজনক প্রমাণিত হতে পারেন লাল-হলুদের রক্ষণের জন্য।
এদিকে এসসি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, ফ্রাঞ্জো পর্চে, রাজু গায়কোয়াড় ও টমিস্লাভ মর্চেলা চোটে আক্রান্ত। গত ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে চোট পান জয়নেয়ার লৌরেঙ্কো। যদিও চোট সারিয়ে মাঠে নেমেছেন জ্যাকিচাঁদ সিং ও ড্যারেন সিডোয়েল, তবে ডাচ মিডফিল্ডার এখনও ৯০ মিনিট খেলার জন্য উপযুক্ত নন। ফলে জ্যাকি প্রথম একাদশে ফিরতে পারেন।
এদিকে ডিপ ডিফেন্সে আদিলের সাথে শুরু থেকে দায়িত্ব সামলাবেন অঙ্কিত মুখার্জি, আর সাইডব্যাকে দারুণ ভূমিকা পালন করা অমরজিত সিং কিয়ামকে আবারও সেই জায়গাতে সুযোগ দেওয়া হবে। এছাড়া রিলিজ পাওয়া ড্যানিয়েল চিমার পরিবর্তে ফরোয়ার্ডে নেতৃত্ব দেবেন বলবন্ত সিং।
জামসেদপুর এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), অমরজিত সিং, আদিল খান, অঙ্কিত মুখার্জি, হীরা মন্ডল, জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, ওয়াহেংবাম আঙ্গৌসানা, লালরিনলিয়ানা হামতে, সেম্বোই হাওকিপ, বলবন্ত সিং।