এসসি ইস্টবেঙ্গলের অন্দরেই রণক্ষেত্র, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন সিইও শিবাজি সমাদ্দার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে তথৈবচ অবস্থা এসসি ইস্টবেঙ্গলের। মরশুমে একটিও জয় নেই, লিগ টেবিলের একেবারে শেষে লাল-হলুদ ব্রিগেড। সব মিলিয়ে ইস্টবেঙ্গল শিবিরের অবস্থা বেশ খারাপ।
আর এর মধ্যে আগুনের ফুলকি হিসেবে কাজ করেছে আন্তোনিও পেরোসেভিচের নির্বাসন সংক্রান্ত আপিল নিয়ে টিম ম্যানেজমেন্টের চুড়ান্ত অপেশাদারিত্ব। আপিল কমিটি পেরোসেভিচের নির্বাসন নিয়ে শুনানির বৈঠক ডাকলেও গরহাজির ছিলেন এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা।
আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের একাধিক সিনিয়র ফুটবলার। জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্টের সাথে ফুটবলারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রচন্ড বাকবিতন্ডা চলছিল। জানা গিয়েছে, ক্লাবের সিইও কর্নেল শিবাজি সমাদ্দারের উদ্দেশ্যে কড়া ভাষায় কথা বলেন ইস্টবেঙ্গলের এক সিনিয়র খেলোয়াড়।
জানা গিয়েছে, টিম হোটেলেই ছিলেন শিবাজি সমাদ্দার, কিন্তু তা সত্ত্বেও কেন ফেডারেশনের একটি অনলাইন বৈঠকে আসতে পারেননি, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবলাররা। যা খবর, ফেডারেশনের আপিল কমিটি সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় বৈঠক ডাকলেও রাত ৮.১৫ এ ম্যানেজমেন্টের কর্তাদের হুঁশ আসে। যার জেরে পেরোসেভিচের শাস্তি বহাল থাকে। আর তা নিয়ে ক্ষোভপ্রকাশ ফুটবলারদের।
আর এই ক্ষোভে অসন্তুষ্ট হয়ে সিইও পদ ছাড়ার বার্তা দিয়েছেন কর্নেল শিবাজি সমাদ্দার। তার দাবি, বিকেল পাঁচটায় মিটিংয়ের জন্য ডেকেছে আপিল কমিটি। আর এর জেরেই বৈঠকে আসা সম্ভব হয়নি ম্যানেজমেন্টের কারোর। তবে ক্রমাগত এই খারাপ পারফর্মেন্সে উত্তাপ বেড়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের অন্দরমহলে।