জামসেদপুরের বিরুদ্ধে লড়ে ড্র ইস্টবেঙ্গলের, নজর কাড়লেন পেরোসেভিচ-হীরা

এসসি ইস্টবেঙ্গল - ১ (নেরিলাস ভালস্কিস - নিজ গোল)
জামসেদপুর এফসি - ১ (পিটার হার্টলি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচেই নজর কাড়ল এসসি ইস্টবেঙ্গল। জামসেদপুর এফসির বিরুদ্ধে আক্রমণ ও রক্ষণের পরীক্ষা হল লাল-হলুদ ব্রিগেডের। আর এর জেরে ড্র তুলে নিল ইস্টবেঙ্গল।
শুরুতে এসসি ইস্টবেঙ্গল বেশ কিছু আক্রমণে উঠেছিল। আন্তোনিও পেরোসেভিচের অসাধারণ পায়ের কাজে জামসেদপুরের ডিফেন্স চাপে পড়ে গিয়েছিল। ১৮ মিনিটে বিকাশ জাইরুর কর্নার পেরোসেভিচ বল রাখেন, যা ব্যাকভলিতে ফ্রানহো পর্চে শট মারলে তা নেরিলাস ভালস্কিসের হেডে ঢুকে যায় গোলে।
তবে প্রথমার্ধের শেষে কর্নার থেকে হেডে গোল করে।জামসেদপুরকে সমতায় এনে দেন পিটার হার্টলি। আর সেই গোলের জোশে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলেছিল। তবে মর্সেলা ও পর্চের ডিফেন্সে বারবার আটকে যাচ্ছিল রেড মাইনার্সরা। এদিকে হীরা মন্ডল বেশ ওয়ার্কলোড নিয়েছেন ম্যাচে। আর এর জেরে লড়ে ড্র আদায় করল এসসি ইস্টবেঙ্গল।