লড়াই চালিয়ে গেলেও দুর্ভাগ্যজনক গোলে বেঙ্গালুরুর কাছে আটকাল ইস্টবেঙ্গল

বেঙ্গালুরু এফসি - ১ (সৌরভ দাস - নিজ গোল)
এসসি ইস্টবেঙ্গল - ১ (সেম্বোই হাওকিপ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংয়ের অধীনে একেবারে ভিন্ন এক ইস্টবেঙ্গলকে দেখা গেল বাম্বোলিমে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও দুর্ভাগ্যজনক নিজ গোলে জয় থেকে বঞ্চিত থাকল এসসি ইস্টবেঙ্গল।
ড্যানিয়েল চিমা ও টমিস্লাভ মর্চেলা, দুই বিদেশীকে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নেমেছিল। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে বেশ ভালো ডিফেন্স সারছিল লাল-হলুদ ব্রিগেড। আদিল খান একেবারে নেতার মত ডিফেন্সকে সামলে রেখেছিলেন, আর জয়নেয়ার লৌরেঙ্কো ও হীরা মন্ডল দুই প্রান্তে বেশ ভালো রক্ষণ সামলেছিলেন।
২৮ মিনিটে ওয়াহেংবাম আঙ্গৌসানার ফ্রিকিকে দুরন্ত হেডে পুরোনো দলের বিরুদ্ধে গোল করেন সেম্বোই হাওকিপ। এরপর ৫৬ মিনিটে রোশন সিংয়ের ক্রস লাফিয়ে ওঠা সৌরভ দাসের মাথায় লেগে গোলে ঢুকে যায়।
এদিন নিঃসন্দেহে নজর কাড়েন আদিল খান। প্রথমবার শুরু থেকে খেলে দুর্দান্ত ডিফেন্স করেন। প্রিন্স ইবারাকে কোনও জায়গাই দেন না তিনি। তবে গোল করার ক্ষেত্রে যার সব থেকে বড় দায়িত্ব, সেই ড্যানিয়েল চিমা কোনও কাজেই আসেননি। কেবল শারীরিক জোরে ফুটবল খেলা যায় না, সেটা আর কবে বুঝবেন চিমা।
তবে এদিনের সব থেকে বড় পার্থক্য হিসেবে নজরে এল এসসি ইস্টবেঙ্গলের সাইডলাইন থেকে রেনেডি সিংয়ের অনবরত চিৎকার। অন্তত পুরোনো কোচের মত মৌনব্রত না করে খেলোয়াড়দের পুরো ৯০ মিনিট উৎসাহ দিয়ে গিয়েছেন রেনেডি, আর তাতে যেন আরও বেশি উজ্জীবিত লাগছিল লাল-হলুদ ব্রিগেডকে