মুম্বই সিটি এফসির শক্তিশালী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র এসসি ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধ প্রস্তুতি ম্যাচ ড্র করল এসসি ইস্টবেঙ্গল। রবিবার দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ দিয়েই শুরু করেছিল।
মুম্বই সিটি এফসি ও এসসি ইস্টবেঙ্গল উভয়েরই পাঁচজন বিদেশী শুরু করেছিল। চোখের সমস্যার জন্য খেলেননি ইস্টবেঙ্গলের বিদেশী ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা। প্রথমেই ক্যাসিনহোর গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। কিন্তু ৬০ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলের হয়ে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা সৌরভ দাস।
এসসি ইস্টবেঙ্গলের প্রাথমিক একাদশ - শুভম সেন, মহম্মদ রফিক, টমিস্লাভ মর্চেলা, ফ্রানহো পর্চে, হীরা মন্ডল, আমির ডেরভিসেভিচ, ড্যারেন সিডোয়েল, আন্তোনিও পেরোসেভিচ, অমরজিত সিং, জ্যাকিচাঁদ সিং, হাওকিপ।
মুম্বই সিটি এফসির প্রাথমিক একাদশ - মহম্মদ নাওয়াজ, আমেয় রানাওয়াড়ে, মুর্তাদা ফল, রাহুল ভেকে, মন্দার রাও দেশাই, আহমেদ জাহু, রেনিয়ার ফার্নান্ডেজ, উইগোর কাটাটাউ, ক্যাসিনহো, বিপিন সিং, ইগর অ্যাঙ্গুলো।