আমরা জানি আমাদের কি করতে হবে - জামসেদপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসী জোসে ম্যানুয়েল ডিয়াজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার, অর্থাৎ ২১ নভেম্বর আইএসএলে নিজেদের অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। সামনে শক্তিশালী জামসেদপুর এফসি। এই পরিস্থিতিতে কি ভাবছেন লাল-হলুদের হেডস্যার ম্যানুয়েল ডিয়াজ? ম্যাচের আগে এসসি ইস্টবেঙ্গলকে দেওয়া সাক্ষাতকারে আত্মবিশ্বাসী জোসে ম্যানুয়েল ডিয়াজ।
আপাতত জামসেদপুর ম্যাচই ফোকাস, ডার্বি নিয়ে ভাবতে নারাজ ম্যানুয়েল। তিনি বলেছেন, "আমাদের কাছে, প্রথম ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করা খুব জরুরি। আমরা এখনই ডার্বি নিয়ে ভাবছি না। প্রাক মরশুমের পর, আমরা নিজেদের প্রথম ম্যাচে ভালো ফল করার জন্য আশাবাদী।"
ভারতে আসা নিয়ে ম্যানুয়েল ডিয়াজের বার্তা, "আমার কাছে, এটি খুবই ভালো অভিজ্ঞতা। প্রথমবার আমি ইন্ডিয়ান সুপার লিগে এসেছি। এর আগে আমি স্পেনে সমস্ত পর্যায়ে কোচিং করিয়েছি এবং এখানেও সেই ধারা বজায় রাখব।"
এই বছর এসসি ইস্টবেঙ্গলের পরিকল্পনা কি? এর উত্তরে ম্যানুয়েলের জবাব, "আমরা এই দল নিয়ে বিভিন্নভাবে খেলতে পারি। আমরা প্রতিটি ম্যাচে ভিন্ন সমাধান খোঁজ করতে পারি।"
প্রতিপক্ষ জামসেদপুর এফসিকে সমীহ করছেন লাল-হলুদের হেডস্যার। তিনি বলেছেন, "জামসেদপুর এফসি বেশ অনেকটা সময় ধরে এক সাথে রয়েছে। এই দলে খুব বেশি পরিবর্তন নেই। আমাদের একেবারে নতুন দল, আমরা জানি আমাদের কি করতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।"
লাল-হলুদ ব্রিগেডের এক্স ফ্যাক্টর ড্যানিয়েল চিমাকে নিয়ে ম্যানুয়েলের বক্তব্য, "আমরা চিমার স্কিল জানি, ও খুবই ভালো খেলোয়াড়। ও আমাদের গোল পেতে সাহায্য করবে, আর সতীর্থদেরও সাহায্য করতে পারবে। কিন্তু চিমার দলটিকে দরকার এবং চিমা নিজের পর্যায় তখনই বাড়াতে পারবে যদি দল ভালো খেলে।"
একেবারে নতুনভাবে দল গড়া এসসি ইস্টবেঙ্গল কি পিছিয়ে রয়েছে খেতাবি লড়াইয়ে? এই নিয়ে কোচের বক্তব্য, "আমরা তৈরি এবং আমরা কোনও অজুহাত খুঁজতে চাই না। কিছু স্প্যানিশ কোচ আইএসএলকে ভালোমত জানেন, কিন্তু আমরা তৈরি এই চ্যালেঞ্জ নিতে। আমাদের কাছে, এই দলটাই সেরা দল এবং আমরা প্রতিটা বিভাগেই আরও উন্নতি করতে চাই।"