কলকাতা লিগ খেলবে এসসি ইস্টবেঙ্গল? আইএফএর বৈঠকে হাজির সিইও শিবাজি সমাদ্দার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গল কি খেলবে কলকাতা লিগ? এই নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে। তবে এই জল্পনায় এল নয়া মোড়। বৃহস্পতিবার আইএফএর বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার।
আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হল? সে আশা কার্যত তিমিরেই থেকে গেল। এক্সট্রা টাইম বাংলার সাথে এক্সক্লুসিভ ফোনালাপে আইএফএর সহ সভাপতি পার্থ সারথী গাঙ্গুলি পুরো ঘটনাটি জানিয়েছেন।
ফোনবার্তায় আইএফএ সহ সভাপতি বলেছেন, "এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে শিবাজি সমাদ্দার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন যে তারা লিগে খেলতে ইচ্ছুক। কিন্তু অভ্যন্তরীণ কারণের জেরে সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না তারা। যদিও সেই অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তারা।"
ফলে বোঝাই যাচ্ছে, অভ্যন্তরীণ মামলার অর্থ হল ফাইনাল এগ্রিমেন্ট সই। কর্মকর্তা ও সদস্যরা এককাট্টা হয়ে রয়েছে সই না করার বিষয়ে, এদিকে সই না হলে ফুটবল রাইটস থাকা সত্ত্বেও শ্রী সিমেন্ট দলগঠনে নামবে না। ফলে আশঙ্কা রইলই।