এসসি ইস্টবেঙ্গল খেলবে কলকাতা লিগ? ইতিবাচক আইএফএ ও শ্রী সিমেন্ট

সব্যসাচী ঘোষ : এসসি ইস্টবেঙ্গল কি খেলবে আসন্ন কলকাতা ফুটবল লিগ? গত বারে আইএফএ বৈঠকে অনুপস্থিত থাকলেও পরের বৈঠকে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্লাবের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার।
এবং প্রতিশ্রুতি পালন করেই, এদিন আইএফএ অফিসে আসেন শিবাজি সমাদ্দার। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, সভাপতি অজিত ব্যানার্জির সাথে আলোচনায় বসেন তিনি। এবং আলোচনার পর স্পষ্ট, কথাবার্তা বেশ ইতিবাচক হয়েছে দুইপক্ষের মধ্যে।
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব-ইনভেস্টর বিতর্কের বাউন্সারকে বেশ ভালোমতই সামলেছেন কর্নেল। তবে শিবাজি সমাদ্দার আশাবাদী, এসসি ইস্টবেঙ্গল কলকাতা লিগ খেললে নিজেদের সেরাটাই দেবে।
এদিকে আইএফএ সচিব জয়দীপ মুখার্জিও ইতিবাচক এসসি ইস্টবেঙ্গলের যোগদান নিয়ে। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, কলকাতা লিগ না খেললে নিয়ম অনুযায়ী অ্যাফিলিয়েশন বাতিল ও অবনমনের শাস্তিও পেতে পারে ইস্টবেঙ্গল ক্লাব।
সব মিলিয়ে, সৌহার্দ্যের এই পরিবেশে ইস্টবেঙ্গল সমর্থকরা আশা রাখতেই পারেন, কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে সই না হলে বড়ই মুশকিল।