প্রস্তুতি ম্যাচে গোকুলামের বিরুদ্ধে দাপুটে জয় এসসি ইস্টবেঙ্গলের, চিন্তা থাকবে এই বিষয় নিয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর তিনটি প্রস্ততি ম্যাচেই জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল। আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে বলবন্ত সিং ও আঙ্গৌসানার গোলে জয় পায় এসসি ইস্টবেঙ্গল।
৪০ মিনিটে বিকাশ জাইরুর কর্নার থেকে দুরন্ত হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বলবন্ত সিং। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আন্তোনিও পেরোসেভিচ দুরন্ত টার্নে ডিফেন্ডারদের পরাস্ত করে শট মারেন, তবে তা গোলকিপার সেভ করলে রিবাউন্ডে গোল করেন আঙ্গৌসানা। যদিও ডিফেন্সের ভুলে গোল হজম করে ইস্টবেঙ্গল। আমির ডেরভিসেভিচের ভুল ব্যাক পাসে গোকুলামের বিদেশী রহিম ওসুমানু বল পেয়ে গোলকিপার শুভম সেনকে পরাস্ত করেন।
তবে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। টমিস্লাভ মর্চেলা, নাওরেম মহেশ, হাওকিপ সুযোগ পেয়েও হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা ড্যানিয়েল চিমা ঝলক দেখিয়েছেন, যদিও গোল করতে পারেননি তিনি। আর এই সুযোগ নষ্টের বহর চিন্তায় রাখবে কোচ মানোলো ডিয়াজকে। তবে নজর কেড়েছে আমির ডেরভিসেভিচ। অসাধারণ বল ডিস্ট্রিবিউশনে বেশ কিছু সুযোগ তৈরি করিয়েছেন আমির।