শেষমেশ জয়ের সরণিতে এসসি ইস্টবেঙ্গল, প্রথম ম্যাচেই বাজিমাত কোচ মারিওর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক এ যেন এলেন, দেখলেন, জয় করলেন নতুন কোচ মারিও। নিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিনি বলেছিলেন দলকে তিনি আক্রমণাত্মক খেলাবেন। দলের যা অবস্থা তাতে তাঁর কথার ওপর কেউই তেমন আস্থা রাখেননি। কিন্তু আজকের ম্যাচে ঝলক পাওয়া গেল সেই চেনা ইস্টবেঙ্গলের। প্রতি আক্রমণে ক্রমাগত চাপ সৃষ্টি যেমন করল লাল হলুদ দল দল তেমনি নিচে নেমে ডিফেন্সও করল।
খেলার শুরু থেকে শেষ অবধি পরিসংখ্যান দেখলে মনে হবে পুরো আধিপত্য ছিল এফ সি গোয়ার। স্কোরবোর্ডের সাথে তার কোনও মিলই নেই। কিন্তু ম্যাচে দুর্দান্ত লড়াই এর মাধ্যমে তাঁদের প্রথম তিন পয়েন্ট তুলে নিল লাল হলুদ দল। প্রথম থেকেই ডিফেন্স আঁটোসাঁটো রেখে প্রতি আক্রমণে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। গোয়া চাপ সৃষ্টি করলেও তাদের সব জারিজুরি ইস্টবেঙ্গল পেনাল্টি বক্সের বাইরে নিষ্প্রভ হয়ে যাচ্ছিল, লাল হলুদ ডিফেন্সের বদান্যতায়।
আজ টিমে পর্সে প্রত্যাবর্তন করেন, খেলেন আর এক বিদেশি সিডয়েলও। আজ কোভিড পজিটিভ থাকায় খেলেননি হীরা মন্ডল। শুরুতেই কোচ মারিও মাস্টার স্ট্রোক খেলেন অঙ্কিতের জায়গায় অমরজিত ও হীরার অনুপস্থিতিতে সেই জায়গায় খেলালেন অঙ্কিতকে। সিডয়েল ও সৌরভ কে ব্লকার হিসেবে রেখে দিলেন ডিফেন্সের সামনে। ব্যাস বাজিমাত এখানেই। গোয়া দলের মূল দুই বিদেশি অর্টিজ ও এডু বেদিয়া জায়গা পেলেন না কোনও। মাঝখান থেকে গোয়ান ডিফেন্সের ভুলে গোল করে যান নাওরেম মহেশ। ম্যাচের জোড়া গোলই তার। তারপর গোটা দ্বিতীয়ার্ধ দুরন্ত লড়াই করে নিজেদের এ মরশুমের প্রথম তিন পয়েন্ট তুলে নিল লাল হলুদ ব্রিগেড।
এবার দেখার সামনের ম্যাচগুলিতে তাদের এই জয়ের ধারা অব্যাহাত থাকে কি না।