চেলসি-টটেনহ্যামের দায়িত্ব পালন করা এই গোলকিপার কোচকে আনল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মানোলো ডিয়াজের সংসারে এবার আরও এক নয়া সদস্যের আগমণ। অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়দের প্রশিক্ষণ করাতে আসছেন অভিজ্ঞ গোলকিপার কোচ লেস ক্লিভলি। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল।
সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচের দায়িত্ব পালন করেছেন। ইংরেজ এই প্রশিক্ষক একাধিক অ্যাকাডেমিতে হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির যুব দল ও অ্যাকাডেমিতে প্রশিক্ষণ করিয়েছেন ক্লিভলি। এছাড়া টটেনহ্যাম হটস্পার, ফুলহ্যাম, সাউদাম্পটনের মত বড় বড় ইংরেজ ক্লাবেও গোলকিপিং কোচের ভূমিকা পালন করেছেন।