অফসাইড ট্র্যাপ ও দুরন্ত প্রত্যয়ে আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব

আর্জেন্টিনা - ১ (লিওনেল মেসি - পেনাল্টি)
সৌদি আরব - ২ (সালেহ আল-সেহরি, সালেম আল-দাউসারি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এরই নাম ফিফা বিশ্বকাপ, এই কারণে আজও এটি ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। নিজেদের দিনে আন্ডারডগরাও হারিয়ে দেয় সেরার সেরাদের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে হারাল এশিয়ার অন্যতম শক্তিধর দেশ সৌদি আরব।
প্রথম থেকেই আর্জেন্টিনার দাপট দেখা গিয়েছিল। ১০ মিনিটে ভিএআরের সৌজন্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা, আর পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি।
কিন্তু প্রযুক্তির সৌজন্যে যখন পেনাল্টি পেল, তখন প্রযুক্তির কারণে একাধিক গোল বাতিল হয় আর্জেন্টিনার। সৌদি আরব কোচ হার্ভে রেনার্ড একটি হাই ব্যাকলাইন রেখে আর্জেন্টিনাকে বারবার অফসাইড ট্র্যাপে আটকে রেখেছিলেন।
বল পজেশনে ও আক্রমণে আর্জেন্টিনা গোটা ম্যাচে এগিয়ে থাকলেও সৌদি আরব সুযোগ বুঝে আক্রমণে উঠছিল। এবং বারবার আর্জেন্টাইন রক্ষণকে কিছুটা নড়বড়ে লাগছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম ১০ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার আশা ভেঙে দেয় সৌদি আরব। ৪৮ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোকে কাটিয়ে গোল করেন সৌদির ফরোয়ার্ড সালেহ আল-শেহরি। এরপর ৫৩ মিনিটে বামদিক থেকে অনবদ্য বাঁক খাওয়ানো শটে সৌদিকে এগিয়ে দেন সালেম আল-দাউসারি।
পিছিয়ে থাকার পর আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্ডেজ নেমে আক্রমণে চাপ বাড়ান। কিন্তু সৌদির গোলকিপার মহম্মদ আলোয়াইস বেশ কিছু ভালো সেভ করেন। এবং সৌদির ডিফেন্ডাররাও শেষ অবধি চাপ ধরে রাখেন। শেষ অবধি ১৪ মিনিট ইঞ্জুরি টাইম অবধি সৌদি চাপ ধরে রাখে আর ম্যাচ জিতে নেয়।
এই হারের জেরে আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থমকে গেল। এবং আবারও বিশ্বকাপে হোঁচট খেল আর্জেন্টিনা।