এইচএনকে সিবেনিকে খারাপ শুরু সন্দেশের! যোগ দিয়েই চোটে আক্রান্ত তারকা ডিফেন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বর্ষসেরা ভারতীয় ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। চলতি মরশুমে সিবেনিকের ডিফেন্স সামলাবেন ঝিঙ্গান। কিন্তু যোগ দিয়েই চোটে আক্রান্ত হয়ে পড়লেন সন্দেশ।
ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগ প্রভা এইচএনএলে রাইজেকা এফসির বিরুদ্ধে খেলার ৩০ ঘন্টা আগে চোট আঘাতে জর্জরিত সিবেনিক। এবার কোচ মারিও রোসাস জানিয়ে দিয়েছেন, সন্দেশ ঝিঙ্গান চোটে আক্রান্ত হয়েছেন। এবং এর ফলে আগামী ম্যাচের জন্য সন্দেশ ঝিঙ্গান এবং ইন্টার মিলান থেকে লোনে আসা ক্রিস্টোফার অ্যাটিসকে বাদ দিয়েছেন কোচ।
এই নিয়ে রোসাস বলেছেন, "মেসা ও জুলারজিজা পুরো মরশুমের জন্য পাওয়া যাবে না, বিলিচ থাকবেন না, আবার ভেসিচ ও সাহিতিও অনিশ্চিত। আমাদের সন্দেশ ও অ্যাটিসের নথিপত্রের কাজ শেষ করতে হবে। তবুও এটি আমাদের জন্য কোনও অজুহাত হবে না।"
সন্দেশের চোট নিয়ে কোচ বলেছেন, "সন্দেশের এমআরআই হয়েছে, ডাক্তারদের কথা যদিও আলাদা। কেউ কেউ বলছেন, আগামী সপ্তাহ থেকে অনুশীলন করতে পারবেন। কিন্তু আমরা দেখে নেব, আশা করছি খুব বেশি গুরুতর নয় বিষয়টি।"
২৮ বছরের এই তারকা ডিফেন্ডার এক বছরের চুক্তিতে ফ্রি ট্রান্সফারে এটিকে মোহনবাগান থেকে এইচএনকে সিবেনিকে যোগ দিয়েছেন। চলতি বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা ফুটবলারের খেতাব পেয়েছেন সন্দেশ।