অভিনব উপায়ে সলমন খানকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান। 'দাবাং দ্য ট্যুর - রিলোডেড' নামের এই অনুষ্ঠানে সলমন ছাড়াও পারফর্ম করবেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা ও গুরু রন্ধাওয়া।
আর এই বিশেষ অনুষ্ঠানের মাঝে ইস্টবেঙ্গল ক্লাব সম্মান জানাবেন সলমন খানকে। লাল-হলুদ উত্তরীয় সহ শতবর্ষের বিশেষ মুদ্রা উপহার হিসেবে দেওয়া হবে বলিউডের ভাইজানকে। পাশাপাশি সলমনের প্রিয় ২৭ নম্বরের লাল-হলুদ জার্সি, যেখানে লেখা থাকবে তার নাম, সেটিও তুলে ধরা হবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। পাশাপাশি সলমন নিজের সই করা কিছু ফুটবল তুলে দেবেন এই উপলক্ষ্যে।
১৩ বছর পর সলমন খান আসছেন কলকাতায়, এর আগে নিজের সিনেমা 'ওয়ান্টেড' এর জন্য প্রোমোশনে এসেছিলেন সলমন। ফলে সলমনকে দেখতে আগ্রহ রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সর্বনিম্ন টিকিট মূল্য ৬৯৯, এদিকে সর্বোচ্চ টিকিট মূল্য ৩ লক্ষ টাকা।
শনিবার সন্ধ্যে ছয়টায় ইস্টবেঙ্গল মাঠে শুরু হবে এই অনুষ্ঠান।