যোগ্য দলই জিতেছে! নাসাফের বিরুদ্ধে কঠিন হার হজম করে বার্তা রয় কৃষ্ণার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালে এফসি নাসাফের বিরুদ্ধে লজ্জার হার হজম করতে হয় এটিকে মোহনবাগান। কারশি স্টেডিয়ামে ঘরের টিম নাসাফের কাছে ০-৬ গোলে হেরেছে মেরিনার্সরা। আর এই হারের জেরে ক্ষোভ প্রকাশ করেছে সমর্থকরা।
এই পরিস্থিতিতে এবার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন অধিনায়ক রয় কৃষ্ণা। নিজের ফেসবুক পেজে নাসাফ ম্যাচ নিয়ে নিজের বক্তব্য পেশ করেন ফিজিয়ান ফরোয়ার্ড। এবং তিনি মনে করেন, যোগ্য দলই এই ম্যাচ জিতেছে।
রয় কৃষ্ণা লিখেছেন, "কিছু সময় লেগেছে এটা হজম করতে যে এএফসি কাপে আমাদের অভিযান শেষ হয়ে গিয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও আমরা আমাদের সেরাটা দিয়েছি, তবে মাঠে যোগ্য দলই জিতেছে। অনেক কিছু শেখা গিয়েছে কিন্তু সব থেকে বড় শিক্ষা হল, পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে হবে এবং আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবার পরিবারের সাথে সময় কাটানো হবে, তারপর।আইএসএলের প্রাক মরশুমে প্রস্তুতি শুরু করব। ধন্যবাদ আপনাদের অনবরত সমর্থনের জন্য।"
নাসাফের বিরুদ্ধে ম্যাচে একপ্রকার অসহায় লেগেছিল রয় কৃষ্ণাকে। বল নিয়ে ওঠার চেষ্টা করলেও সাপোর্টের জন্য কেউ ছিল না। আর রয়ের অফ ফর্মে, এটিকে মোহনবাগানও ফর্ম হারায়, তার নজির আবারো মিলল।