সুইজারল্যান্ডের বিরুদ্ধে বেঞ্চে বসা রোনাল্ডো করলেন না অনুশীলন, জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপে বিতর্ক থেকে যেন সরে থাকতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুইজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ৭৩ মিনিটে রোনাল্ডোকে খেলতে নামিয়েছিলেন কোচ সান্তোস। তখন পর্তুগাল ৪ গোলে জিতছে। স্প্যানিশ পত্রিকা মার্কাতে লেখা হয়েছে যে পরিবর্তদের সাথে অনুশীলন করেননি রোনাল্ডো। তিনি জিমেই ঘাম ঝরিয়েছেন নতুন ফুটবলারদের সাথে।
পর্তুগিজ মিডিয়ার একটা অংশ অবাক হয়েছে রোনাল্ডোকে বাকি ফুটবলারদের সঙ্গে প্রস্তুতি না নিতে দেখে। পর্তুগালের কোচ সান্তোস বলেছেন যে তিনি প্রতিপক্ষ এবং নিজের দলের শক্তি দেখেই টিম বেছে এসেছেন প্রথম থেকে। কিন্তু সবাই এটা ভাবছেন যে গন্সালো রামোস, যিনি সুইজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন শেষ ষোলোর ম্যাচে, তাকে বাদ দিয়ে কি মরোক্কা ম্যাচে রোনাল্ডোকে খেলাবেন কোচ? সেটাই এখন দেখার বিষয়।
কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, "আমি সেটাই ব্যবহার করব যেটা আমি মনে করি ঠিক কৌশল। আমি সারা জীবন এটাই করে এসেছি।"
এদিকে রামোসের শুধু ৭২ মিনিট লেগেছে নিজেকে প্রমাণ করার জন্য যে তিনি লম্বা রেসের ঘোড়া। তার গোলমুখী দক্ষতায় গোলের সন্ধান পেয়েছেন, যা সাফল্য এনে দিয়েছে বেনফিকায় খেলা এই ফুটবলারকে।