বিশ্বকাপ শুরুর আগে মেসিকে ঢালাও প্রশংসা রোনাল্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সাম্প্রতিক কালে সাংবাদিক পিয়ের মর্গ্যানকে দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকারে কেঁপে গিয়েছে গোটা ফুটবল বিশ্ব। নিজের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এবং বর্তমান কোচ, প্রাক্তন সতীর্থ এবং ইউনাইটেডের বর্তমান মালিক সকলকে নিয়েই বিতর্কিত মন্তব্য করে শিরনামে শুধুই ক্রিশ্চিয়ানো।
বিশ্বকাপ শুরুর আগে বিতর্কে জর্জরিত হলেও রোনাল্ডো এমন কিছু কথা বলেছেন যা শুনলে আবগেপ্রবণ হয়ে পরবেন ফুটবল প্রেমীরা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রোনাল্ডো ফুটবল মাঠে গত ১৬ বছরের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রশংসা করেছেন। তিনি মেসিকে নিজের দলের সতীর্থ বলে সম্মান জানিয়েছেন।
মেসির সম্পর্কে রোনাল্ডো বলেছেন, "অসাধারণ খেলোয়াড়, সে একজন জাদু, শীর্ষ। আমরা একই স্টেজ ১৬ বছর একসাথে ভাগ করেছি, ভাবুন ১৬ বছর । তাই, আমার সাথে মেসির সম্পর্ক অসাধারণ। তিনি হয়ত বাড়িতে এসে সময় কাটানো বন্ধু নন তবে আমরা অনেকটা সতীর্থ। মেসি যেভাবে আমার সম্পর্কে সব সময় কথা বলেন আমি সত্যি তাঁকে সম্মান করি। এমনকি তাঁর স্ত্রী এবং আমার বান্ধবী, তাঁরা সবসময় একে অপরকে সম্মান করে এবং তাঁরা দুজনেই আর্জেন্টিনার। আমি মেসি সম্পর্কে কি বলব? একজন অসাধারণ মানুষ যিনি ফুটবলের জন্য মহান কাজ করেন।"
এছাড়াও রোনাল্ডো বলেছেন, "আমি ছাড়া সম্ভবত আমার দেখা সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। এবং অবশ্যই জিদানও।"